সপ্তাহজুড়ে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন একনজরে

রেল সূত্রে জানা গেছে, শহরতলির অন্তত ৩১৮ টি ইএমইউ ট্রেন আগামী সপ্তাহে বাতিল থাকবে। কয়েকটি এক্সপ্রেসের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হবে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূর্ব রেলের ইছাপুর ও নৈহাটি শাখার মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য মেইন শাখায় ৯ই ফেব্রুয়ারি রবিবার থেকে ১৬ই ফেব্রুয়ারি, রবিবার পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হতে পারে।

রেল সূত্রে জানা গেছে, শহরতলির অন্তত ৩১৮ টি ইএমইউ ট্রেন আগামী সপ্তাহে বাতিল থাকবে। কয়েকটি এক্সপ্রেসের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃডেঙ্গু প্রতিরোধে পদযাত্রায় মেয়র ফিরহাদ হাকিম

এরমধ্যে আজ বাতিল ১২ টি ট্রেন। এছাড়া ১০ থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৫০ টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিয়ালদা-নৈহাটি এবং শিয়ালদা-কল্যাণী লোকাল।

অন্যদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে কোপাই ও আমেদপুর স্টেশনের মধ্যে রেল সেতুর মেরামতির কাজের জন্য, রবিবার আপ লাইনে ভোর সাড়ে ৫’টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

এর জেরে, রবিবার বর্ধমান-মালদা টাউন প্যাসেঞ্জার, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি ইন্টারসিটি, রামপুরহাট-বর্ধমান এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে।

কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত এবং সময়সূচীর পরিবর্তনও করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট