কোনও ম্যাজিক দেখাতে পারলেন না মার্গারেট, উপরাষ্ট্রপতি ধনখড়ই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যতটা তুঙ্গে উঠেছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে সে সব কিছুই হল না। বিপুল ব্যবধানে জিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক হলেন জগদীপ ধনখড়।
শনিবার সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচন ছিল। এই নির্বাচনে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দিতে পারেন। লোকসভার ৫৪৩ জন ও রাজ্যসভার ২৪৫ জন সাংসদ থাকেন। তবে এই মুহূর্তে রাজ্যসভায় ৮ জন সাংসদের আসন শূন্য। তাই মোট ভোটমূল্য ছিল ৭৮০।
তাঁর মধ্যে ৭৩০ জন সাংসদ ভোট দিয়েছেন বলে খবর। যদিও কোনরকম প্রতিদ্বন্দিতা তৈরি হতে না দিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ৫২৮ টি ভোট পান। জানা গিয়েছে মার্গারেট আলভা ১৮২ টি ভোট পেয়েছেন। সেক্ষেত্রে ২০ জন সাংসদের ভোট যে বাতিল হয়েছে তা পরিষ্কার।
বাংলার স্বাধীনতা সংগ্রামী বেশি, কিন্তু ৭৫ বছরের বৈঠকে বলার সুযোগই পেলেন না মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, এর আগে, ২০১৭ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধি ২৪০ ভোট পেয়েছিলেন। এবার তার ধারে কাছেও পৌঁছতে পারলেন না মার্গারেট আলভা।
তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সংসদের দুই কক্ষ মিলিয়ে তাদের মোট ৩৪ জন সাংসদের মধ্যে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দলীয় অবস্থান অমান্য করে দিল্লিতে ভোট দেন। এই নির্বাচনে জগদীপ ধনখড় এনডিএর বাইরে থেকেও প্রায় ৮০ জন সাংসদের সমর্থন আদায় করতে সফল হন।