অরুণাচলেও বাড়ছে লাল ফৌজের প্রভাব, জানাল ভারতীয় সেনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতের পূর্ব সীমান্তেও বাড়ছে চিনা সেনার প্রভাব। মঙ্গলবার তা নিশ্চিত করলেন ইস্টার্ন আর্মি কমান্ডারের লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তাঁর কথায়, অরুণাচল সীমান্তে বেড়েছে পিপলস লিবারেশন আর্মির সেনা বহর। ওই এলাকাগুলিতে ভারতীয় সেনার কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে আরও বলেন, সীমান্ত থেকে বেশ কিছু দুরত্বে বেড়েছে চিনা ফৌজের গতিবিধি। যে সমস্ত জায়গায়গুলিতে পিপলস লিবারেশন আর্মির ট্রেনিং ক্যাম্প ছিল, সেই জায়গায় বেড়েছে সেনা সংখ্যা। সীমান্ত এবং তার আশেপাশের এলাকায় ভারতীয় সেনার আরও বেশী নজরদারি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

চিন সেনাকে রুখতে ইতিমিধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছি। স্ট্র‍্যাটেজিক লেভেল থেকে ট্যাকটিকাল লেভেল অবধি সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় সেনা প্রস্তুত। তার জন্য মহড়া শুরু হয়েছে বলে আশ্বস্ত করেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এমনকি বেশ কিছু এলাকাগুলিতে সেনা সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চার কেন্দ্রের উপনির্বাচনে কড়া নিরাপত্তা, অতিরিক্ত ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রায় ১৩৪৬ কিলোমিটার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করেছে ভারত। উপগ্রহের মাধ্যমে চলছে নজরদারি। এছাড়াও থাকছে ইজরায়েলের হেরন মার্ক-২ ড্রোন। লাদাখ থেকে অরুণাচল যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে। বেশ কিছু জায়গায় নির্মিয়মাণ কাজ শুরু করেছে ভারতীয় সেনা।

তাওয়াংয়ে সেনার সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে এম-৭৭৭ হাউৎজার, চিনুক হেলিকপ্টার৷ কীভাবে চিনকে জবাব দিতে হয় তা বুঝিয়ে দিতে হবে। সাফ জবাব ৫ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল জুবিন এ মিনওয়ালা।

সম্পর্কিত পোস্ট