টেনিসকে বিদায় জানালেন রাশিয়ান সুন্দরী মাশা
২০০৪ সালে হাতে ঐতিহ্যবাহী উইম্বলডনের সোনার খেতাব জিতেছিলেন । সেই সঙ্গে বিশ্ব টেনিসের আঙিনায় নিজের আগমন বার্তা দিয়েছিলেন সপ্তদশী মারিয়া।
দ্য কোয়ারি ডেস্ক- টেনিস দুনিয়াকে বিদায় জানালেন বিশ্বের ১ নম্বর তারকে মারিয়া শারাপোভা। রাশিয়ান তারকা বুধবার নিজের অবসরের কথা ঘোষণা করেছেন।
দীর্ঘদিন ধরে কাঁধের চোটের জন্য ভুগছিলেন তিনি। কোর্ট পারফর্ম্যান্সে তার প্রভাব পড়ছিল । চোখ ধাঁধানো ফর্মের ধারেকাছেও ছিলেন মাশা ।
কেরিয়ারের ইতি টানলেন মাশা
চলতি মরশুমে পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখে আরও মুষড়ে পড়েছিলেন টেনিস সুন্দরী ।
শেষমেশ নিয়েই ফেললেন টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত । মাত্র ৩২ বছর বয়সে আলবিদা জানালেন প্যাশানেট গেমকে ।
প্রথম সারির একটি ওয়েবসাইটে আবেগঘন লেখা শেয়ার করেছেন মাশা । লিখেছেন, ‘যে জীবনটাকেই শুধু জেনেছি তা পিছনে ফেলে দিই কী করে? ছোটবেলা থেকে যে কোর্টে খেলা শিখেছি তার থেকে দূরে যাই কী করে? সেই খেলা যা একইসঙ্গে কান্না ও আনন্দ দিয়েছে। ২৮ বছরেরও বেশ সময় ধরে যে খেলা তোমার পরিবার ও অনুরাগীদের সঙ্গে নিয়ে চলেছে। কিন্তু আমি এতে নতুন। তাই আমাকে ক্ষমা কোরো, টেনিস। আমি বিদায় জানাচ্ছি তোমাকে!’
৪ বারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়নের আবেগঘন এই লেখা চোখে জল এনেছে তাঁর অসংখ্য অনুরাগীদের।
২০০৪ সালে হাতে ঐতিহ্যবাহী উইম্বলডনের সোনার খেতাব জিতেছিলেন । সেই সঙ্গে বিশ্ব টেনিসের আঙিনায় নিজের আগমন বার্তা দিয়েছিলেন সপ্তদশী মারিয়া।
আরও পড়ুন : বাংলাদেশের ক্রিকেটোৎসবের মাত্র একটি ম্যাচেই থাকবেন কোহলি
ঘাসের কোর্টে প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামসকে ৬-১,৬-৪ সেটে হারিয়েছিলেন ।
বিশেষজ্ঞরা তখন বলেছিলেন, এই মেয়ে অনেক দূর যাবে । আর পিছনে ফিরে তাকাতে হয় নি ।
এরপর দুটি ফরাসি ওপেন এবং একটি করে ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পূর্ণ করেছিলেন মারিয়া ।
কেরিয়ারের ইতি টানলেন মাশা, ফিরে পাননি সেরা ফর্ম
২০১৬ সালে আসে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় । ডোপ টেস্টে ফেল করায় ১৫ মাসের জন্য আন্তর্জাতিক টেনিস থেকে নির্বাসিত হন তিনি ।
নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরলেও ততদিনে হারিয়ে ফেলেছেন নিজেকে । সেরা ফর্মে আর ফিরতে পারেননি ‘মাশা’।
অথচ তার চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা, পেট্রা কিটোভারা কোর্ট দাপাচ্ছেন ।
ফিরে এসে ক্লে বা হার্ড কোনো কোর্টেই বিশেষ সুবিধা করতে পারেননি শারাপোভা। মাত্র একটি টুর্নামেন্টের শেষ আটে পৌঁছতে পেরেছিলেন তিনি।
আরও পড়ুন : করোনার জেরে বাতিল সিরি-আ এর একাধিক ম্যাচ
গ্র্যান্ড স্ল্যামগুলিতে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের দরুন হারিয়ে যাচ্ছিলেন শারাপোভা ।
গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে অনামী ডনা ভেকিচের কাছে স্ট্রেট সেটে হারের পর আরও তলানিতে যায় তাঁর পারফর্ম্যান্স । একরকম বাধ্য হয়েই প্রিয় টেনিসকে বিদায় জানালেন শারাপোভা ।
এরই সঙ্গে শেষ হল টেনিস কোর্টে আর এক সুন্দরীর বর্ণময় অধ্যায়।