‘মেটা’, ফেসবুকের নাম বদলে ফেললেন জুকারবার্গ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নতুন নাম ফেসবুকের, ‘মেটা’৷ বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। স্যোশাল মিডিয়ার ভবিষ্যতের মডেল হবে ‘মেটা’ দাবী মার্কের।

এদিন জুকারবার্গ বলেন, সামাজিক সমস্যার মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। এবার একটা সীমা ছাড়িয়ে নতুন রূপে সফর শুরু হল। আমি গর্বিত আমি ‘মেটা’ র উদ্বোধনের কথা ঘোষণা করলাম। আমাদের লক্ষ্য আগের মতোই থাকবে। সমস্ত ধরনের মানুষকে একসূত্রে নিয়ে আসা। আমাদের অ্যাপগুলোর কোনও পরিবর্তন হবে না।

নতুন নামের মধ্যে থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। নতুন এই দুনিয়ার নাম মেটাভার্স। যা আগের তুলনায় আরও বেশী আকর্ষণীয়। আসলে ফেসবুক যে একটি সংস্থা, তা বোঝাতেই নাম বদল হল।

সম্প্রতি একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল ফেসবুককে। তাই নাম বদল নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল। কিন্তু কী নাম রাখা হবে তা নিয়ে কিছুই বলেনি জুকারবার্গের সংস্থা। ভার্চুয়াল রিয়েলিটি জুকারবার্গ কাজ করার কথা বললেও শেষমেশ মেটাভার্সই নাম হবে তা কারোর আন্দাজ ছিল না।

 

সম্পর্কিত পোস্ট