পথচলতি মানুষকে মাস্ক উপহার, সঙ্গে সচেতনতার বার্তা…
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আতঙ্ক ক্রমেই গ্রাস করছে রাজ্যবাসীর মনে। এই অবস্থায় পথচলতি মানুষের কাছে মাস্ক পৌঁছে দিলেন হাওড়ার জুজারসাহা গ্রামের ফ্রেন্ডস অর্গানাইজেশন ক্লাবের সদস্যরা।
সতর্কতা বজায় রেখে হাত পরিষ্কার করে যথাসম্ভব দূরত্ব রেখে এলাকাবাসীদের মাস্ক বিতরণ করা হয়। সেই সঙ্গে সচেতনতার বার্তাও দেওয়া হয় তাঁদের। অযথা আতঙ্কিত না হয়ে সরকারের নেওয়া পদক্ষেপ গুলি মেনে চলার আহ্বান করা হয়।
এলাকাবাসী আকাশ পাল ও মিনাজ মোল্লাহ জানান বাজারে মাস্কের যোগান এখনও স্বাভাবিক নয় মাস্ক পেয়ে ধন্যবাদ জানান তাঁরা।
আরও পড়ুনঃ #coronavirusindia : একনজরে কেন্দ্রের গৃহীত দশটি পদক্ষেপ
ক্লাবের এক সদস্য জানান তাঁরা কিছু দিন ধরেই চেষ্টা করছিলেন সীমিত ক্ষমতার মধ্যে কিছু করার। তবে বাজারে মাস্কের বিপুল চাহিদা থাকায় একসঙ্গে অনেক মাস্ক পাওয়া সম্ভব হচ্ছিল না। বিভিন্ন জায়গা থেকে মাস্ক সংগ্রহ করা হয় ।
যেহেতু সকলের পক্ষে বাজারে গিয়ে মাস্ক কেনা সম্ভব নয়, কিছু বাড়িতেও পৌঁছে দেওয়া হয় সেই মাস্ক। তবে এই উদ্যোগ নিতে একটু দেরি হওয়ায় আক্ষেপ ও করেন তিনি।
সেই সঙ্গে সকলকে বাড়িতে থাকার আহ্বান করা হয় যতদিন না এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
#Stay Home Stay Safe#