বাইক ছোঁয়ায় দলিত ব্যক্তিকে গণপ্রহার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা বিশ্ব এই মুহুর্তে করোনায় জর্জরিত। রোগ সুশ্রুষার ক্ষেত্রে আমাদের কাছে প্রাধান্য পাচ্ছেন মহামারিতে আক্রান্ত রোগীরা।

কিন্তু প্রাথমিক স্তরে আমাদের ভিতর লুকিয়ে থাকা কিছু রোগের উপশম আজ অবধি হয়নি। তার মধ্যে অন্যতম হল জাতিভেদ। উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের মানুষের জাতিভেদ।

অন্যের থেকে নিজেকে শক্তিশালী দেখানোর ভেদাভেদ। নিজেকে শক্তিশালী প্রমাণ করতে মানুষ অন্যের জীবন নিতেও পিছপা হয় না।

শনিবার সকালের ঘটনা। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ৫৩০ কিলোমিটার দুরের ঘটনা। বিজয়পুরা জেলার মিনাজি গ্রামের ছবি। উন্মত্ত জনতা লাঠি জুতো দিয়ে অনবরত প্রহার করে চলেছে এক ব্যক্তিকে।

তার দোষ উচ্চবর্ণের এক ব্যক্তির মোটর সাইকেলকে ছুয়ে ফেলা। তাতে নাকি ওই বাইক অশুদ্ধ হয়ে গিয়েছে। সেকারণেই তাকে উন্মত্তের মত মেরে চলেছে একদল মানুষ।

নতুন বিল না এলে টাকা নয়,কাটা যবে না লাইনও :শোভনদেব

শারীরিক দুরত্ব চুলোয় যাক, বরং মারতে মারতে তার প্যান্ট খুলে দেওয়া হয়েছে। আর মার খাওয়া ব্যক্তি একজন দলিত।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। দলিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

দায়ের করা অভিযোগের তালিকায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কিছু জনকে আটক করেছে পুলিশ।

গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। এই তালিকায় পিছিয়ে নেই কর্ণাটকও। মোট আক্রান্তের সংখ্যা ৬৩,৭৭২।

তবুও স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এত মানুষের জমায়েত হল? প্রশ্ন তুলছেন অনেকেই।

সম্পর্কিত পোস্ট