আফগানিস্তানে বড়সড় বিস্ফোরণ, মৃত ৩০ নিরাপত্তারক্ষী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের ঘজনি। আত্মঘাতী হামলায় মৃত ৩০ জন নিরাপত্তারক্ষী। আহত ২১ জন। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। বাড়তে পারে মৃতের সংখ্যা। ঘটনায় দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

সম্প্রতি এধরনের কোনও ঘটনা ঘটেনি। সূত্রের খবর, এধরনের ঘটনার পিছনে তালিবানদের হাত থাকতে পারে। স্থানীয় প্রশাসনকে বার্তা দিতেই এই কাজ করছে জঙ্গি সংগঠন। কোনও আত্মঘাতী জঙ্গিকে ব্যবহার করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কিভাবে ঘটল এই ঘটনা? শুরু হয়েছে তদন্ত।

 

কিছুদিন আগেই বেমিয়ানের দুটি বোমা বিস্ফোরণে প্রাণ হারান ১৪ জন। দোহার তালিবান জঙ্গি সংগঠনের সঙ্গে আফগান সরকারের আলোচনার মাঝেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তার আগে কাবুল জঙ্গি হামলায় ৫০ জন মারা যান। ঘটনার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে আফগান সরকারের সঙ্গে তালিবানদের সংঘর্ষে ৬ হাজার জন প্রাণ হারিয়েছে।

রবিবারের ঘটনার সময় ঘটনাস্থলে কমান্ডো হাজির ছিলেন বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আতঙ্কে সাধারণ মানুষ। রয়েছে কড়া নিরাপত্তা।

সম্পর্কিত পোস্ট