জতুগৃহ তারাতলার গোডাউন, প্রতিকূল আবহাওয়ায় ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তারাতলায় একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে শনিবার সকালে। ঘটনাস্থলে ইতিমধ্যেই রয়েছে দমকলের ১২ টি ইঞ্জিন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ওই গোডাউনে দাহ্য বস্তু মজুত থাকার কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই সাতটি গোডাউনে ছড়িয়ে গিয়েছে আগুন।
জানা গিয়েছে, তারাতলায় এফসিআই-এর যে গোডাউনে আগুন লেগেছে সেখানে মজুত থাকে বন্দরের বিভিন্ন সামগ্রী। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। এলাকায় ঢোকার বিভিন্ন রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুনের লেলিহান শিখা।
আশেপাশের জনবসতি না থাকায় কিছুটা হলেও স্বস্তিতে দমকল আধিকারিকরা। তবে শতাধিক গোডাউন থাকায় ক্রমশ উদ্বেগ বাড়ছে।
দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, সমস্ত সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
তারাতলার ময়লা ডিপোতে পরপর ফুড কর্পোরেশ অফ ইন্ডিয়ার গোডাউন রয়েছে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যেই সাত থেকে আটটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। দুপুর ১ টা নাগাদ সেখানে নিয়ে আসা হয়েছে রোবট। আবহাওয়া প্রতিকূল থাকায় আরো হিমশিম অবস্থা কর্মীদের।