একটানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ব্যাপক বিপর্যয়, মৃত ৩৪

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ড জুড়ে। একাধিক জায়গায় ভুমিধসের কারণে ঘরছাড়া বহু পরিবার। মৃত ৩৪ জন। প্রায় শতাধিক মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দল।

উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয় আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেই মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামীর সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও যারা ঘরছাড়া হয়েছেন তাঁদেরকে প্রায় ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও সমস্তরকম সাহায্যের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। চাষের জমির ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা খতিয়ে দেখবেন তিনি।

টানা তিন দিন ধরে ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভুমি ধসের কারণে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে নদীগুলিতে বিপদসীমার ওপর জল বইতে শুরু করেছে।

ধসের কারণে নৈনিতাল যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে হালদওয়ানি, আলমোড়া, রানিখেত যাওয়ার পথ। প্রবল জলের স্রোতে বহু জায়গায় ব্রিজ ভেসে গিয়েছে।

বন্ধ রয়েছে কালাঢুঙ্গি, ভাওয়ালি যাওয়ার রাস্তাও। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী।

সম্পর্কিত পোস্ট