তৃণমূলের নয়া কর্মসূচিতে ২৪ ঘন্টায় ব্যাপক সাড়া, মানুষের ভালোবাসায় অমি অভিভূতঃ অভিষেক
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ বৃহস্পতিবার ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনাও করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই নতুন কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া লক্ষাধিক ‘যুবযোদ্ধা’র কাজ রাজনীতি সরিয়ে রেখে করোনা এবং আমফানের দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। কর্মসূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই যুবদের মধ্যে ব্যাপক সাড়া ফেলল এই কর্মসূচি।
তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায়( বিকেল ৪ টে পর্যন্ত) ৫০ হাজারের বেশি যুবক-যুবতি এই ওয়েবসাইটে ঢুকেছেন।
এই সময়ে ১১,৯০০ জন যুবক-যুবতী ওই ওয়েবসাইটে রেজিস্টার করেছেন।এর থেকেই বোঝা যাচ্ছে যুব সমাজের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডাক কতটা জনপ্রিয় হয়েছে।
বৃহস্পতিবার অভিষেক যুব সম্প্রদায়ের উদ্দেশে আহ্বান জানান ‘বাংলার যুবশক্তি’তে শামিল হওয়ার। বাংলার কল্যাণে দলমত নির্বিশেষে এবং জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে এক হওয়ার কথা বলেন তিনি।
সবজান্তা মুখ্যমন্ত্রী বিরোধীদের তো দুরের কথা নিজের দলের মন্ত্রীদেরও বিশ্বাস না করে নিজেকেই উপহাসে পরিণত করেছেনঃ আব্দুল মান্নান
করোনা সঙ্কটে মানুষের পাশে দাঁড়ানো, ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে রাজ্যের মানুষকে সাহায্য করা এবং অন্য বিভিন্ন সমস্যার সমাধানে রাজ্যের নাগরিকদের সাহায্য করা— মূলত এই লক্ষ্য নিয়েই ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ।
বাংলার জন্য গঠনমূলক কাজ করতে যাঁরা উৎসাহী, সেই সব যুবক-যুবতীদেরই এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সেখানে তিনি ১ লক্ষ যুবযোদ্ধার কথা বলেছিলেন। তার জন্য ৩০ দিন সময়ও বেঁধে দেন তিনি।
কিন্তু ২৪ ঘন্টাতেই প্রায় বারো হাজার যুবক-যুবতী এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলেন, যা যথেষ্টই আশাপ্রদ মনে করছে ওয়াকিবহল মহল।
শুধু তাই নয়, এদিন পর্যন্ত তৃণমূল জানিয়েছে অভিষেকের ভিডিয়ো ৪.২ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে। আর এই ভিডিয়ো দেখেছে ১.১ মিলিয়ন মানুষ। এই বিষয়টি জড়িত ছিল ৪৫ হাজার যুবক যুবতী এবং অভিষেকের ভিডিওটি শেয়ার হয়েছে সাত হাজার দর্শকের কাছে।
এখানেই হ্যাজট্যাগ বাংলার যুবশক্তি দুপুরের চার ঘন্টার ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, যেভাবে বাংলার মানুষ এই কর্মসূচিকে গ্রহণ করেছে তাতে তিনি অভিভূত। বাংলার মানুষের এই ভালোবাসায় তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন।