উত্তরপ্রদেশের নির্বাচনে একলা চলো নীতি মায়াবতীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাতীয় স্তরের রাজনীতিতে বিরোধী জোট নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন দুই রাজ্যের নির্বাচনে একলা চলো নীতি অনুসরণ করলেন বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতী। রবিবার টুইট করে বেহেনজি জানিয়েছেন আগামী বছর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের নির্বাচনে কোনও রকম জোট ছাড়াই লড়বে তাঁর দল৷ একমাত্র পাঞ্জাবে শিরোমণি আকালি দল ছাড়া আর কারোর সঙ্গে জোট হচ্ছে না। এমনটাই স্পষ্ট করেছেন বিএসপি প্রধান।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মায়াবতীর দল বিএসপি এবং আসাদউদ্দিন ওয়েসির দল মিমের জোট নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই । সেই জল্পনায় আপাতত জল ঢাললেন বেহেনজি নিজেই। তিনি বলেন, এই খবর পুরোপুরি অসত্য, এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।
আগামী বছর পাঁচটি বড় রাজ্যের নির্বাচন রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। দীর্ঘ সময় পর একমাত্র পাঞ্জাবেই প্রাক্তন এনডিএ সদস্য শিরোমণি আকালি দলের সঙ্গে জোট করছে বিএসপি। এমনকি আসন বন্টন নিয়েও কথা হয়েছে দুই পক্ষের মধ্যে। ১১৭ টি আসনের মধ্যে ৯৭ টি আসনে লড়াই করবে আকালি দল। বাকি ২০ টি আসনে লড়াই বিএসপির।
রবিবার কিছুটা বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে বেশীরভাগ আসনে লড়াই সমাজবাদী পার্টি বনাম বিজেপির হলেও গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারে বিএসপি এবং কংগ্রেস। তবে ২০১৯ লোকসভা নির্বাচন এবং ২০১৭ এর অভিজ্ঞতা থেকে বাকি দুই দলের সঙ্গে জোটে নারাজ অখিলেশ যাদব৷ আপাতত শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিধানসভা জয়ের ডাক দিয়েছেন তিনি। আর ব্যবহার করছেন “খেলা হই” স্লোগান।
তবে অখিলেশ যাদবের দাবী, মায়াবতী এবং কংগ্রেসের ওপর ভরসা না করতে পেরে অনেক নেতারাই তাঁর দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। জোট নিয়ে বড় সিদ্ধান্ত না নিলেও জোটের জন্য ছোট দলগুলির রাস্তা খোলা রেখেছে সমাজবাদী পার্টি। ২৪ এর নির্বাচনের আগে উত্তরপ্রদেশের নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।