কমিশনের সঙ্গে আলোচনার পর আমরা নিরাশ নই- মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময়মতো উপ নির্বাচনের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনার সুশীলচন্দ্র সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংসদ মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন,সৌগত রায়, শুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সাক্ষাৎ পর্ব শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। একই সঙ্গে তারা জানিয়েছেন আগামী ৬ মাসের মধ্যে ভোট করাতে কমিশন সদর্থক ভূমিকা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।
এই মুহূর্তে সাতটি কেন্দ্রে উপ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে ২ মে। নিয়ম অনুযায়ী নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে এর মাঝে রয়েছে ভবানীপুর কেন্দ্রটি যেখান থেকে লড়ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বন্দ্ব ভুলে গুরুঙের হাত ধরতেই ইস্তফা বিনয় তামাঙের ? জোর জল্পনা পাহাড়ে
এছাড়া খড়দহ, সামশেরগঞ্জ, জঙ্গিপুর দিনহাটা, শান্তিপুর এবং গোসাবায় নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে দু মাসের বেশি সময়। তবে এখনো পর্যন্ত কমিশনকে কোন সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। তাই দ্রুত নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল।
সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৬ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হোক এটাই মানুষের প্রত্যাশা। এপ্রিল মাসে রাজ্যে কোভিডের হার ছিল ঊর্ধ্বমুখী। এখন সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে ২ শতাংশের নিচে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য অল্প সময়ে চেয়েছেন। তাহলে নির্বাচনের প্রস্তুতিতে এত সময় কেন নিচ্ছে কমিশন?
তিনি আরো জানান কমিশন জেলা ভিত্তিক তথ্য সংগ্রহ করছে। সুবিধা অসুবিধার কথাও জানিয়েছে। কমিশনের সঙ্গে আলোচনায় আমরা কেউই নিরাশ নই। আমরা আশাবাদী কমিশন সদর্থক ভূমিকা পালন করছে। তারা সাংবিধানিক সংকট চায় না।