Meenakshi Mukherjee : মীনাক্ষীকে ঘিরে পার্টি কংগ্রেসে উৎসাহ তুঙ্গে, বাংলার ‘মুখ’কে কেন্দ্রীয় কমিটিতে দেখা যাবে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কমিউনিস্ট পার্টিতে (Communist Party)  নীতিনির্ধারণের সর্বোচ্চ মঞ্চ হল পার্টি কংগ্রেস। এ দেশের কমিউনিস্ট পার্টিরাও তার বাইরে নয়। দেশের সর্ববৃহৎ কমিউনিস্ট পার্টি সিপিএমে তো নির্দিষ্ট সময় অন্তর পার্টি কংগ্রেসের আসর বসে। এবার যেমন ২৩ তম পার্টি কংগ্রেসের (23rd Party Congress) আসর বসেছে কেরলের (Kerala) কান্নুরে।

সর্বোচ্চ নীতি নির্ধারণের মঞ্চ হ‌ওয়ায় পার্টি কংগ্রেসে সাধারণত অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের কদর থাকে বেশি। কিন্তু তার সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জিকে ( Meenakshi Mukherjee ) ঘিরে। বাংলার এই যুবনেত্রীকে ঘিরে অন্য রাজ্যের প্রতিনিধিদের মধ্যে উৎসাহ প্রবল। তাঁরা কখনও দল বেঁধে আবার কখনও এককভাবে এসে মীনাক্ষীর সঙ্গে সেলফি তুলে যাচ্ছেন।

Andhra Pradesh: হঠাৎ ২৪ মন্ত্রীর ইস্তফায় ভেঙে গেল অন্ধ্রের মন্ত্রিসভা!

Meenakshi Mukherjee

কান্নুরে অসম রাজস্থান মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য থেকে আসা কমরেডরা বলতে শুরু করেছেন, বাংলায় মীনাক্ষীর ( Meenakshi Mukherjee ) হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে দল। সিপিএমের পার্টি কংগ্রেসের মঞ্চে এক্কেবারে নতুন কোন‌ও মুখকে নিয়ে এমন মাতামাতি অতীতে হয়নি।

জ্যোতি বসু (Jyoti Basu), ভিএস অচ্যুতানন্দনদের ঘিরে অতীতে বিভিন্ন পার্টি কংগ্রেসে প্রতিনিধিদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যেত। কিন্তু তাঁরা ততদিনে কমিউনিস্ট নেতা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। সেখানে মীনাক্ষী মুখার্জি ব্যতিক্রম ব‌ইকি।

ভিন রাজ্যের কমরেডদের এই উৎসাহ দেখে আশায় বুক বাঁধছে বঙ্গ সিপিএম‌ও। মীনাক্ষী পারবেন, এই ধারণা তাঁদের মধ্যে ক্রমশ দৃঢ় হচ্ছে। এখন দেখার সাধারণ প্রতিনিধিদের এই উদ্দীপনা সিপিএম নেতাদের ছুঁতে পারে কিনা। যদি তাঁরাও এতে প্রভাবিত হন তবে মীনাক্ষীকে কেন্দ্রীয় কমিটিতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং তা এক ব্যতিক্রমী নজির হয়ে থাকবে সিপিএমের ইতিহাসে।

সম্পর্কিত পোস্ট