জি সেভেনের বক্তব্যে “ওয়ান আর্থ ওয়াল হেলথ” এর উল্লেখ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইংল্যান্ডের কর্নওয়ালে অনুষ্ঠিত জি সেভেন বৈঠকে শনিবার আমন্ত্রিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুলত স্বাস্থ্যের কথাই উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে জি সেভেনের শক্তিধর দেশগুলি যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, তার জন্য সমস্ত দেশকে ধন্যবাদ জানান প্রধান সেবক। আগামী দিনে অতিমারী নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা ও পরিকাঠামো গড়ে তোলা এবং “ওয়ান আর্থ ওয়ান হেলথ” এর পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। উপযুক্ত চিকিৎসা পরিকাঠামোর না পেয়ে গত তিন মাসে মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ মানুষের। ভারতের দুর্দিনে অক্সিজেন সিলিন্ডার, ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছে আমেরিকা, কানাডা সহ অন্যান্য দেশগুলি।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় ও শান্তনু ঠাকুর !

চলতি বছরে ইংল্যান্ডের কর্নওয়ালে জি সেভেন সামিটে আমন্ত্রণ করা হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়াকে। এর আগে ২০১৯ সালের জি সেভেন সামিটে উপস্থিত ছিল ভারত। শনিবার স্বাস্থ্য নিয়ে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার পরিবেশ নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।

ভারতে সরকার, শিল্প মহল এবং নাগরিক সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে সে কথাই শনিবারের বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একইসঙ্গে অন্যান্য উন্নয়নশীল দেশগুলির সঙ্গে বিশ্বব্যাপী উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আবেদন, করোনা চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে করছাড়ের দাবী ভারত এবং দক্ষিণ আফ্রিকার। তা অবিলম্বে রূপায়িত করা হোক। করোনা ভ্যাকসিনের কাঁচামালের আমদানির ক্ষেত্রে ওপেন সাপ্লাই চেন চালু রাখার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট