বেলগাছিয়া স্টেশনে মেট্রোতে ত্রুটি ! যন্ত্রণার শিকার নিত্যযাত্রীরা
The Quiry Desk: বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ হয়ে যায়। ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
মেট্রো সূত্রে জানা যায়, যান্ত্রিক গোলযোগ দ্রুত ঠিক করা হয়। তার পর সকাল সাড়ে ৯টায় ফের ডাউন লাইনে মেট্রোর চাকা গড়াতে থাকে। উল্লেখ্য , দমদম কিংবা দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠা বহু যাত্রীকে নেমে যেতে বলা হয়। মাঝপথেই থমকে যায় মেট্রো। দমদম স্টেশনে বহু যাত্রী অত্যধিক ভিড়ের কারণে মেট্রোতেই উঠতে পারেননি।