মেট্রো রেল যাত্রীদের সুবিধার্থে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ, সহজেই কাটা যাবে টিকিট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মেট্রো রেল যাত্রীদের সুবিধার জন্য “মেট্রো রাইড কলকাতা” অ্যাপ টির বহুল ব্যবহার নিশ্চিত করতে বিশেষ শিবির আয়োজন করছে। যাত্রীরা যাতে নিজেদের স্মার্ট ফোনে ঐ অ্যাপটি স্থাপন করে তার সাহায্যে টিকিট কাটেন কিংবা নিজেদের স্মার্ট কার্ড রিচার্জ করান , তা সুনিশ্চিত করাই এই শিবির আয়োজনের উদ্দেশ্য।

এই অ্যাপ ব্যবহার করলে যাত্রীদের আর টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না, বরং , নিজেদের স্মার্ট ফোন থেকেই তাঁরা এই সুবিধা পাবেন । এছাড়াও, উত্তর-দক্ষিণ এবং পূর্ব – পশ্চিম, উভয় শাখার প্ল্যাটফর্মগুলিতেই এখন টিভির পর্দায় কি ভাবে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ফোনে স্থাপন করতে হয় এবং তারপর কেমন ভাবে তার সাহায্যে টিকিট কাটা বা স্মার্ট কার্ড রিচার্জ করা যায়, তাও দেখিয়ে দেওয়া হচ্ছে ।

পার্থ নিজেকে নির্দোষ প্রমান করে ফিরে এলে খুশি হবোঃ শোভনদেব চট্টোপাধ্যায়

এখন পর্যন্ত ১ লক্ষ ১২ হাজারেরও বেশি যাত্রী ঐ অ্যাপ ব্যবহার শুরু করেছেন বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে ।

সম্পর্কিত পোস্ট