Metro Rail : দোল ও হোলিতে চলবে হাতেগোণা মেট্রো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দোল ও হোলি উপলক্ষে সময়সূচিতে বদল আনল কলকাতা মেট্রো। শুক্রবার সকাল থেকে চলবে না মেট্রো। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, দোলের দিন দুপুর আড়াইটে থেকে শুরু হবে মেট্রো চলাচল। পরিষেবা মিলবে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯ টায় ছাড়বে কবি সুভাষ এবং দমদম থেকে। সারাদিনে মাত্র ২৯ জোড়া মেট্রো চালানো হবে।
বদল করা হয়েছে মেট্রোর শনিবার সময়সূচিতেও। জানানো হয়েছে, ১৯ মার্চ ১০৪ জোড়া মেট্রো চলবে। সকাল ৭ টা থেকে শুরু হবে পরিষেবা। চলবে রাত ১০.৩০ পর্যন্ত। এদিনও দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
রাজ্যে ১৫ দিন বাড়ল করোনাবিধির মেয়াদ
এক বিবৃতিতে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে ১৭ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সল্টলেক-ফুলবাগান মেট্রো পরিষেবা। খুব শীঘ্রই চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন।
মেট্রো রেল সূত্রের খবর অনুযায়ী, তিনদিন ধরে চলবে স্টেশন পরিদর্শনের পালা। শিয়ালদহ স্টেশন পর্যন্ত পুরো সফটওয়্যার আপডেট করা হবে ওই তিনদিনে। এরমধ্যেই দোলযাত্রার কারণে শুক্রবার কম সংখ্যক মেট্রো চলার কারণে খুব স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়বেন যাত্রীরা।