বারাসাতে ভূগর্ভস্থ পথেই যাবে মেট্রো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যৌথ তৎপরতায় কাটল জমিজট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ তৎপরতায় বারাসাত মেট্রোর জমিজট কাটলো। নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত মেট্রো যাবে মাটি নিচে দিয়ে। এক্ষেত্রে প্রয়োজন হবেনা জমি অধিগ্রহণের। সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নবান্নর তরফে জানা গিয়েছে , বারাসাতে মেট্রো রেলের জমি অধিগ্রহণের সমস্যার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত রাস্তার পাশে জমি অধিগ্রহণ কিছুতেই করা যাবে না।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন এই অংশে মেট্রো ভূগর্ভস্থ পথ দিয়েই চলুক। অবশেষে মুখ্যমন্ত্রীর মতে সায় দিয়ে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ চলছে পুরোদমে। নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো আসবে যশোর রোড ধরেই। এরপর বারাসাত পর্যন্ত মেট্রো নিয়ে যেতে গেলে রাস্তার সংকীর্ণ হয়ে যাওয়ার একটি সমস্যা দেখা দিচ্ছিল। যার জন্য প্রয়োজন ছিল জমি অধিগ্রহণের। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া গেল।
২৮ ফেব্রুয়ারীর মধ্যে আপার প্রাইমারীতে নিয়োগে দিতে হবে অন্যথা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী শিক্ষকদের
প্রসঙ্গত ২০২২ এর মার্চের মধ্যেই নোয়াপাড়া – বিমানবন্দর মেট্রো চলাচলের কাজ শেষ করার ডেডলাইন দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ২০২৫ সালের মধ্যে নিউ ব্যারাকপুর পর্যন্ত লাইনের কাজ সেরে ফেলতে হবে বলে জানিয়েছেন।
প্রথমে বিমানবন্দর থেকে নিউবারাকপুর এবং তারপর বারাসাতের সঙ্গে কলকাতা মেট্রো সংযোগ তৈরি হলে সুবিধা হবে নিত্যযাত্রীদের। একইসঙ্গে লোকাল ট্রেনের ওপর চাপ বেশ খানিকটা কমে যাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ এর নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর এহেন নির্দেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তৃণমূল ত্যাগী নেতারা যখন বিজেপিতে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের একই সরকারের দাবি জানাচ্ছেন ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই মাস্টারস্ট্রোক নিঃসন্দেহে নজর কাড়বে।
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে হয়তো ৭ ফেব্রুয়ারি প্রধানৌমন্ত্রীর হাত ধরেই দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন হতে চলেছে।