মন্ত্রীপদ থেকে ইস্তফা, শুরুতেই হোঁচট খেল নীতিশ সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট ফলাফলের চতুর্থবার মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নিয়েছিলেন নীতিশ কুমার। শুরুটা হল এক বিধায়কের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়ে।
বিহারের তারাপুর কেন্দ্র থেকে জেডিইউয়ের টিকিটে জয়লাভ করেছিলেন মেওয়ালাল চৌধুরী। নীতিশ কুমারের চতুর্থবারের মুখ্যমন্ত্রীকালে তারই সঙ্গে শপথ নেনে তিনি। রাজ্যের শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার পান তিনি। কিন্তু সেটা আর বেশীদিন টেকেনি। তিন বছরের পুরানো মামলা নিয়ে সরব হয় আরজেডি। বাধ্য হয়ে ইস্তফা দিতে হল মেওয়ালালকে।
অভিযোগ, ২০১৭ সালে ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মেওয়ালাল। সেই সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র সায়েন্টিস্ট নিয়োগে দুর্নীতি হয়। তখন জেডিইউয়ের বিরোধী পক্ষে ছিল বিজেপি। বিজেপির চাপে পড়ে সেবার দল থেকে বহিষ্কার মেওয়ালাল থেকে বহিষ্কার করে জেডিইউ।
সেই সময় বিহারের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি মেওয়ালাল চৌধুরীর বিরুদ্ধে তদন্তের জন্য অনুমতি দেন। যদিও তাঁর বিরুদ্ধে এখনও অবধি কোনও চার্জশিট জমা পড়েনি।
নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নিজের বিরুদ্ধে অভিযোগের কথা উল্লেখ করেছিলেন মেওয়ালাল। যদিও পুরো ব্যাপারটা অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি কিছুই লেখেননি। আদালতে একটি মামলা চলছে । তার কিছুই অগ্রগতি হয়নি। এরকম অনেক বিধায়কের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনঃ রামনগরের মঞ্চ থেকে দলবদলের বিতর্কে জল ঢাললেন শুভেন্দু নিজেই
গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে একাধিক টুইট করেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। “একজন ক্রিমিনাল”-কে সরকারী আসনে বসানো হয়েছে কটাক্ষ লালু পুত্রের। পাল্টা মেওয়ালাল বলেন, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকা মানেই সে দোষী।
তেজস্বী টুইটারে আরও বলেন, সরকার ক্রিমিনালদের রক্ষা করছে। নিজের সিংহাসন রক্ষা করতে মেওয়ালাল চৌধুরীর মতো ক্রিমিনালদের জায়গা দিচ্ছেন নীতিশ কুমার। সরাসরি নীতিশ কুমারকে আক্রমণ করে তেজস্বী বলেন, আসল অপরাধী নীতিশ কুমার নিজে। উনি কেন মেওয়ালালকে মন্ত্রী করলেন? এভাবে আপনি বেশীদিন সরকার চালাতে পারবেন না।
শুধুমাত্র এতেই থেমে থাকেননি তেজস্বী। আগামী দিনে নীতিশ কুমারের দেওয়া প্রতিশ্রুতি খাতা মিলিয়ে নেবেন বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে প্রথমেই থাকবে ১৯ লক্ষ চাকরীর প্রতিশ্রুতি। সেইসঙ্গে সম কাজে সম বেতন কর্মীরা পাচ্ছেন না কিনা সেদিকেও নজর রাখবেন তিনি।