বিশ্ব বাজারে মুক্তি পেতে চলেছে Mi 10 সিরিজ
27 মার্চ এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro । Mi 9 এর থেকে অনেকটা বেশি দাম হলেও ইতিমধ্যেই চিনের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে Mi 10 সিরিজ ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- এতোদিন শুধুমাত্র চিনের বাজারে বিক্রি হলেও এবার বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে বহুপ্রতীক্ষিত MI 10 সিরিজের স্মার্টফোন ।
27 মার্চ এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro । Mi 9 এর থেকে অনেকটা বেশি দাম হলেও ইতিমধ্যেই চিনের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে Mi 10 সিরিজ ।
অফিশিয়াল টুইট্যর হ্যান্ডেলে Xiaomi -র তরফে জানানো হয়েছে 27 মার্চ বিশ্ব বাজারে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro ।
Enough waiting!
See you on March 27th!
Make sure you tune in to get all the details.#Mi10 #LightsCameraAction pic.twitter.com/8nNJ4Alyth
— Xiaomi (@Xiaomi) March 6, 2020
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে । 90Hz রিফ্রেশরেট ও 180Hz টাচ রেসপন্সের সঙ্গে কাভর্ড অ্যামোলেড ডিসপ্লেতে Mi 10 সিরিজ কড়া টক্কর দিতে প্রস্তুত ।
Mi 10 সিরিজের স্মার্টফোন
Mi 10 Pro স্পেসিফিকেশন
- ডিসপ্লে- 6.67 inches HDR10+ Super AMOLED capacitive touchscreen, 16M colors
- রেজোলিউশন- 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~386 ppi density)
- ডিসপ্লে প্রোটেকশন- Corning Gorilla Glass 5
- অপারেটিং সিস্টেম- Android 10.0; MIUI 11
- মোবাইল প্রসেসর- Qualcomm SM8250 Snapdragon 865 (7 nm+)
আরও পড়ুন : Apple,Samsung কে টেক্কা দিতে Oppo-র ডবল ধামাকা
- মোবাইল গ্রাফিক্স- Adreno 650
- ইন্টারনাল – 256GB 8GB RAM, 256GB 12GB RAM, 512GB 12GB RAM
- ওয়াইফাই- Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, dual-band, Wi-Fi Direct, DLNA, hotspot
- ব্লুটুথ- 5.1, A2DP, LE, aptX HD, aptX Adaptive
- জিপিএস – Yes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO, QZSS
- ইউএসবি- 2.0, Type-C 1.0 reversible connector, USB On-The-Go
- ব্যাটারি- Non-removable Li-Po 4500 mAh battery
- ফাস্ট চার্জিং – Fast wireless charging 30W
Mi 10 স্পেসিফিকেশন-
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে ।
ফোনে রয়েছে 90Hz রিফ্রেশ রেট ও 180 Hz টাচ রেসপন্সযুক্ত 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ।
ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ।
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
Mi 10 সিরিজের স্মার্টফোন ,ক্যামেরা স্পেসিফিকেশন
কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে Mi 10-এ ।
এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর ।
ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট । সেলফি তোলার জন্য 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ।
আরও পড়ুন : প্রিমিয়াম স্মার্ট ফোনের বাজারে Vivo-র তুরুপের তাস Z6
Mi 10 Pro –তেও রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল সেন্সার সঙ্গে 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ।
এছাড়াও 12 মেগাপিক্সেল পোট্রেট লেন্স এবং 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে ।
ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট । সেলফি তোলার জন্য 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ।
চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 40,000 টাকা)থেকে । অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 50,000 টাকা) থেকে।