Microsoft : উইন্ডোজ কি-বোর্ডে AI Copilot সার্ভিস ! ১৯৯৪ এর পর নয়া ফিচার মাইক্রোসফটের
নয়া ফিচার মাইক্রোসফটের
The Quiry : Microsoft সেই ১৯৯৪ সালে মাইক্রোসফট তার কি-বোর্ডে Windows/Start কি নিয়ে এসেছিল। তারপর থেকে উইন্ডোজ কি-বোর্ডে এটাই সবথেকে বড় পরিবর্তন। এবার সরাসরি আপনার কম্পিউটারের কি-বোর্ডে একটি বিশেষ বাটন দেওয়া হচ্ছে। উইন্ডোজ কি-বোর্ডের এই বাটনেই মাইক্রোসফট তার AI Copilot সার্ভিস অ্যাক্টিভেট করছে।
স্পেস বারের ঠিক ডান দিকে এই বাটনটিকে দেখতে পাবেন আপনি। এই শর্টকাট ব্যবহারকারীদের ছবি তৈরি করতে , ই-মেল এবং যে কোনও টেক্সটের সারমর্মও বের করতে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। মাইক্রোসফটের কনজিউমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি তার ব্লগে এ বিষয়ে লিখছেন, “AI সিস্টেম থেকে খুব সহজেই সিলিকন, হার্ডওয়্যার থেকে উইন্ডোজ়ে নির্বিঘ্নে নানাবিধ কাজ করা যাবে।”
Microsoft : উইন্ডোজ কি-বোর্ডে AI Copilot সার্ভিস ! ১৯৯৪ এর পর নয়া ফিচার মাইক্রোসফটের
আরও খবর- India vs China : ‘শক্তিশালী ও আত্মবিশ্বাসী’ – ভারতকে তাহলে ভয় পেল চিন ?
হার্ডওয়্যার এবং সিলিকনে AI বৈশিষ্ট্য উপভোগ করতে ব্যবহারকারীদের সিস্টেম আপগ্রেড করে নিতে হবে। মাইক্রোসফট তাদের AI পরিকল্পনাকে সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে। মাইক্রোসফটের হার্ডওয়্যার পার্টনাররা আগামী দিনে CES প্রযুক্তি সম্মেলনে কপিলট বাটন সহ উইন্ডোজ কম্পিউটারগুলি প্রদর্শন করবে। সময়ের সঙ্গে এটি যেমন আরও প্রয়োজনীয় হয়ে উঠবে , তেমনই আবার এর দ্বারা আরও জরুরি ও গুরুত্বপূর্ণ কাজও করা যাবে।