কোয়ারেন্টাইন শেষেই মিলছে কাজ, সরকারের উদ্যোগে খুশি পরিযায়ী শ্রমিকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোয়ারান্টাইন পর্ব শেষ হতেই পরিযায়ী শ্রমিকদের মিলছে ১০০ দিনের কাজ। কুশমন্ডি ব্লক প্রশাসনের তৎপরতায় খুশি শ্রমিক মহল।
জানা গিয়েছে, লক ডাউনের প্রভাবে কর্মসংস্থান হারিয়ে ভিন রাজ্য থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় ফিরেছে অন্তত ৩০ হাজার শ্রমিক। বাড়ি ফিরে আসা এই শ্রমিকদের জন্য এই মূহুর্তে দুবেলা অন্নের ব্যবস্থা করা হচ্ছে সরকারি উদ্যোগে।
কিন্তু কর্মসংস্থান না হলে এই শ্রমিকরা বিপদে পরবে পরিবার পরিজন নিয়ে। সেই দিকে লক্ষ্য রেখেই ফিরে আসা এই পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
এক্ষেত্রে ১০০ দিনের কাজকেও হাতিয়ার করা হচ্ছে। ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরির পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার আটটি ব্লক প্রশাসনকে ওয়াকিবহাল করা হয় ইতিমধ্যে। এর পরেই ব্লকে ব্লকে কর্মদিবস বাড়ানোর প্রস্তুতি শুরু করা হয়েছে।
জেলা প্রশাসন সুত্রে খবর, ভিন রাজ্য বা জেলা থেকে ঘরে ফিরে আসা শ্রমিকদের প্রথমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য দফতরের নজরদারির মধ্যে থাকতে হবে। নিদিষ্ট সময়ের পরে ইচ্ছুক শ্রমিকদের একশো দিনের কাজের প্রকল্পে নিযুক্ত করা হবে। এজন্য সেচ, মৎস্য, উদ্যান পালন, পঞ্চায়েত সহ বিভিন্ন দফতরকে কাজের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল।
এবার কিষাণ ক্রেডিট কার্ডের বাইরে থাকা চাষিদেরও মিলবে ঋণের সুবিধা
১০০ দিন কাজ প্রকল্পে পুকুর, খাল বিল বা জলাশয় কাটার পাশাপাশি গাছ লাগানো সহ আরো নূতন কাজের জন্য দফতরগুলিকে সন্ধান করতে বলা হয়।
অবশেষে কুশমন্ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো শুরু হল। ওই ব্লকের বেরইল গ্রাম পঞ্চায়েতে সেলিমপুর থেকে পাকুরিয়া পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তার কাজে নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের। খুশি শ্রমিকরা। এই ভাবে কাজ মিললে বাইরে যাবার প্রয়োজন থাকবে না বলে জানায় তারা।
আবু বক্কর শেখ নামে এক শ্রমিক বলেন, বাইরে থেকে ফিরে এসে পরিবার নিয়ে আর্থিক অনটনে ছিলাম। দুর্দশার মধ্যে পরার সঙ্গে সঙ্গে কাজ পেয়েছি শতাধিক শ্রমিক। সাধুবাদ জানাচ্ছি প্রশাসনকে।