রাজ্য সরকারের বিশেষ বাসে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ মালদা সহ দক্ষিণবঙ্গ জেলার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার।
এরা কলকাতায় কাজ করত। কিন্তু লকডাউনের ফলে এখানেই আটকে যায় তারা। তাই তাদেরকে সম্পূর্ণ পরীক্ষা করে বাড়ির উদ্দেশ্যে রওনা করানো হল। তার জন্য ব্যবস্থা করা হল বাসের।
হাওড়ায় বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে খাদ্য, ওষুধ সবকিছু, লকডাউনে কঠোর প্রশাসন
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদেরকে গন্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এলাকায় ফিরে তারা যাতে নতুন করে কোনো সমস্যায় না পড়েন, তারজন্য তাদের হাতে সুস্থতার প্রমাণস্বরুপ সংশাপত্র তুলে দেওয়া হয়েছে।
শুধুমাত্র কলকাতার শ্রমিকরাই নন, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার শ্রমিকরাও রয়েছেন এই বাসে।