রাজ্য সরকারের উদ্যোগে ঘরে ফিরলেন পড়ুয়ারা, স্বস্তির নিশ্বাস অভিভাবকদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজস্থানের কোটা থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরে এলো সেখানে পড়াশোনা করতে গিয়ে লকডাউনে আটকে পড়া ছাত্র ছাত্রীরা।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা গিরিশচন্দ্র বেরা জানান, রাতে কোটা থেকে জেলার বিভিন্ন ব্লকে বসবাসকারী 121 ছাত্র ছাত্রীকে খড়্গপুরে বিদ্যাসাগর শিল্প তালুকে নিয়ে আসা হয়। এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও করোনা ভাইরাসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আগত সকলকেই হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

কোটা থেকে পুরুলিয়ায় ফিরছে ৫৯ জন ছাত্রছাত্রী। আজ গভীর রাত্রে তারা পুরুলিয়া এসে পৌঁছয়। মেডিক্যাল কলেজে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয় তাদের। বাড়ি ফিরে দারুন খুশি হয় ছাত্রছাত্রীরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাদের অভিভাবকরাও।

লকডাউন বেড়ে হলো ১৭ মে পর্যন্ত , ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

অন্যদিকে, শুক্রবার সকালে রাজস্থানের কোটা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মালদা বাস টার্মিনাসে পৌঁছালো ৯টি বাস। মালদা বাস টার্মিনাসে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পৌঁছালে থার্মাল গান দিয়ে তাদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা এবং প্রত্যেকের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হয় সেখানে।

উপস্থিত ছিলেন, স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তারা। সমস্ত পরীক্ষা করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে মোট ২৬৮ জন রাজস্থানের কোটা থেকে মালদায় আসে।এদের মধ্যে এদিন ১৬১ জন ছাত্রছাত্রী সহ মোট ২০০ জন মালদা এসে পৌঁছায়।

সম্পর্কিত পোস্ট