মিলন মেলা গ্রাউন্ডের নাম বদল, নতুন নাম বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী এদিন মিলন মেলা প্রাঙ্গণের নাম বদল করে রেখেছেন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের অধীনস্থ ওয়েস্টবেঙ্গল ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের তত্ত্বাবধানে মিলনমেলার খোলনলচে বদলে দিতে কাজ শুরু হয় ২০১৮ সালে।
নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, মোট ২২ একর জমিতে ২টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। নতুনভাবে তৈরি মিলন মেলা প্রাঙ্গণে থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। তৈরি হয়েছে এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, ফুডকোর্ট, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা। যেখানে প্রায় ১২০০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে।
এছাড়াও থাকছে ইস্পাতের বিশ্ব বাংলা স্ট্যান্ড। যার উচ্চতা ৬০ ফুট। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব। এছাড়াও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে থাকছে নানান ধরনের লাইট ও সাউন্ড। নতুনভাবে মিলন মেলা প্রাঙ্গণ গড়ে তুলতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।তিন বছর কাজের পর মিলন মেলার মেকওভার শেষ।
নতুন রূপে সোমবার সাধারনদের জন্য খুলে গেলো মেলা প্রাঙ্গণ। মিলনমেলার দক্ষিণ ও পূর্ব দিকে মূল দুটি গেট রয়েছে। সায়েন্স সিটির গেটের দিকে তৈরি করা হয়েছে বিশ্ব বাংলা টাওয়ার। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব।
মিলন মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে মিউজিক্যাল ফাউন্টেন। পাশাপাশি দুটি প্যাভেলিয়নের সামনে প্রজেক্টরে প্রতিফলিত হবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যের ছবি।