বারামুলায় জঙ্গি হানা, নিহত পুলিশ ফোর্সের ২ কর্মী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ১ কর্মী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাত সকালে জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায়। নিহত পুলিশ ফোর্সের ২ কর্মী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মী।

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে কেরি চেকপোস্টের কাছে অভিযান চালায় নিরাপত্তারক্ষী এবং পুলিশের যৌথ বাহিনী। তখনই হামলা চালায় জঙ্গিরা। হামলার পর এলাকা থেকে পালানোর চেষ্টা করে জঙ্গিরা।

পুলিশ ইনস্পেকটর বিজয় কুমার জানিয়েছেন, আমাদের তিন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এরপর সমস্ত ডিটেইলস জানানো হবে।

জম্মু-কাশ্মীর পুলিশের টুইটে জানানো হয়েছে, বারামুলায় যৌথ অভিযানে দুই সিআরপিএফ এবং একজন পুলিশ কর্মী মারা গিয়েছেন। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনবার হামলা চালালো জঙ্গিরা।

রাজস্থানে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অবিনাশ পান্ডেকে সরিয়ে আনা হল অজয় মাখেনকে

এর আগে ১৪ অগাস্ট শ্রীনগর থেকে দুরে নওগা তে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় দুই জন পুলিশ কর্মী নিহত হন। আহত হন একজন।

গতকালই পুলওয়ামায় একজন নিহত হন।১২ অগাস্ট জম্মু-কাশ্মীরের হাইগামে একজন কুইক রিএকশন টিমের সদস্য আহত হন।

গত বছরের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কেন্দ্র সরকারের তরফে দাবী করা হয়েছিল ভারতে জঙ্গিদের বিচরণ কমে যাবে। তা হয়নি।

সম্পর্কিত পোস্ট