মীনাক্ষীই কি ‘ক্যাপ্টেন’? ‘কোচ’ সেলিম কিন্তু দড়ি টানছেন না
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার, মানে আজ ধর্মতলায় ‘ইনসাফ’ সভার বাক দিয়েছে সিপিএমের ছাত্র-যুবরা। কিন্তু জেলায় জেলায় মীনাক্ষীর সভা বলে এটা ছড়িয়ে পড়েছে। নতুন প্রজন্মের বাম সমর্থকরাও স্লোগান তুলেছে, ‘ধর্মতলায় ডাক দিয়েছে মীনাক্ষীদি’। এই ঘটনাই বুঝিয়ে দিচ্ছে বাম সমর্থকদের মধ্যে এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জির সমর্থন ঠিক কতটা।
তবে রেজিমেন্টড কমিউনিস্ট পার্টি হওয়ায় সমর্থকদের এই ধারণা নিয়ে সিপিএমে বিতর্কও তৈরি হয়েছে। তবে তার পাল্লা এতোটাই পলকা যে হারে পানি পাচ্ছে না। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জামানত বাজেয়াপ্ত হতে হলেও মীনাক্ষীর জনপ্রিয়তায় এতোটুকু ভাঁটা পড়েনি। বরং কমিউনিস্ট মতাদর্শের জটিল কথাগুলো সরল গ্রাম্য ভাষায় মানুষের সামনে তুলে ধরার মুন্সিয়ানায় ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গে শাসক তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া তো আছেই।
ধর্মতলায় সভার অনুমতি মিলল না, আজ কী করবেন মীনাক্ষীরা?
আনিস খানের মৃত্যুতে অভিযুক্ত পুলিশ কর্তাদের গ্রেফতারের দাবিতে হাওড়া গ্রামীণ পুলিশের এসপি অফিস অভিযান করতে গিয়ে পুলিশের লাঠির বাড়ি খান মীনাক্ষী, গ্রেফতার হয়ে সপ্তাহখানেকের জেলও খাটেন। তারপর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে।
আজ ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভার ডাক দেওয়া হয়েছে তাতেও বারবার সামনে উঠে আসছে মীনাক্ষীর নাম। এই পর্বে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে কিন্তু বারবার মীনাক্ষীকে সামনে এগিয়ে দিতেই দেখা গিয়েছে। দলের গোঁড়া অংশের মতকে গুরুত্ব না দিয়ে সময়ের চাহিদা মেনে ব্যক্তি মীনাক্ষীকে প্রাধান্য দিতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করেননি তিনি। এক্ষেত্রে দলের রাজ্য কমিটির মাথা হয়েও ‘কোচের’ ভূমিকায় ধরা দিচ্ছেন সেলিম। আর ময়দানে ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর নেতৃত্বে চালিয়ে খেলেছেন বামেদের তরুণ ব্রিগেড।