Minakshi Mukherjee : দেখা নেই রাজপথের আন্দোলনে, অসুস্থ বামনেত্রী মীনাক্ষী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃভোটের রাজনীতিতে শূন্য হয়ে যাওয়া বামেদের আশার আলো হয়ে দেখা দিয়েছেন মীনাক্ষী মুখার্জি ( Minakshi Mukherjee )। আনিস খানের (Anis Khan) মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে জেলেও গিয়েছিলেন। কিন্তু জেল থেকে বের হওয়ার পর তিনি যেন উধাও হয়ে গিয়েছেন।
দু’দিনের ভারত বনধের (All India Strike) মতো বড় কর্মসূচি গেল কিন্তু মীনাক্ষীকে ( Minakshi Mukherjee ) কোথাও দেখা যায়নি। বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনও সামনে। সেখানেও প্রচারে দেখা যাচ্ছে না সিপিএমের (CPM) ‘আগুন পাখি’কে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে বাম মহলে। তৃণমূলও (TMC) বিষয়টি নিয়ে উৎসুখ।
খোঁজ নিতে গিয়ে জানা গেল, জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছিলেন মীনাক্ষী মুখার্জি। টাইফয়েড হয়েছিল। এমনিতেই থাইরয়েডের সমস্যা আছে ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সম্পাদকের।
সিজারের প্রবনতা কমাতে অডিটের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের
ফলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছিল তাঁকে। সেখানে কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও পুরোপুরি চাঙ্গা নন মীনাক্ষী।
Minakshi Mukherjee
যদিও এই লড়াকু নেত্রী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কুলটির বাড়িতে ফিরে যাননি। শিয়ালদহের (Sealdah) কাছে ডিওয়াইএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনের (Dinesh Majumdar Bhawan) একটি ঘরেই আছেন। মীনাক্ষীর অসুস্থতার বিষয়টি জানে সিপিএমের রাজ্য নেতৃত্ব। তিনি দলের রাজ্য সম্মেলনে অংশও নিয়েছিলেন। তারপরই বাড়াবাড়ি হয়। সিপিএমের শীর্ষ নেতাদের আশ্বাস, খুব দ্রুত লড়াইয়ের ময়দানে দেখা যাবে মীনাক্ষীকে।
একটু সুস্থ হয়ে উঠলে তাঁকে বালিগঞ্জ (Ballygunge) ও আসানসোলের (Assansole) ভোট প্রচারেও তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। তবে শারীরিক অসুস্থতার কারণে ডিওয়াইএফআইয়ের (DYFI) জেলা সম্মেলনগুলিতে তিনি এই মুহূর্তে উপস্থিত থাকতে পারছেন না।