বোমায় আহত রাজ্যের মন্ত্রী জাকির হোসেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বোমায় আহত রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। বুধবার রাতে মুর্শিদাবাদ জেলাতে নিমতিতা ষ্টেশন কাছে বোমার আঘাতে গুরুতর জখম হলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্টমন্ত্রী জাকির হোসেন। তার উপর বোমা হামলা চালানো হয় বলে অভিযোগ।
এই মুহুর্তে তাঁকে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার কলকাতা আসার জন্য নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন। নিমতইতা স্টেশনে এসকট গাড়ি থেকে নামার পরেই তাঁর ওপর বোমা চালিয়ে হামলা চালানো হয়েছে। জাকির হোসেন সহ আক্রান্ত হন বেশ কয়েকজন। সবাইকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুর্ব পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।