‘বুর্জ খলিফা’ তে নিয়ম লঙ্ঘন করেছেন খোদ মন্ত্রী! চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় শাসক শিবির

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : এবছরের দুর্গাপুজোয় অন্যতম আকর্ষণ ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা’। কিন্তু লেজার শো তে বিমান চলাচলে সমস্যা এবং রাস্তায় জনস্রোত সামলাতে ক্রমেই  ক্রমশ জৌলুস হারাতে। অবশেষে নবমীতে সাধারণ দর্শকের জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

শ্রীভূমির এই পুজোকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই দ্বন্দ্ব শুরু। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগাম সতর্কতা নিয়েই মণ্ডপ তৈরির কাজ শুরু করা উচিত ছিল।

তবে এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। খোদ দমকলমন্ত্রীর বিরুদ্ধেই রাজ্য দমকল বিভাগের নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠল।

অভিযোগ সুজিত বসু নিজের পুজোতে নিজের দফতরের নির্দেশিকাই মানেননি। দমকল‌ বিভাগের নির্দেশিকা অনুযায়ী, পুজো মণ্ডপের সর্বোচ্চ উচ্চতা ৪০ ফুট হবে। কিন্তু শ্রীভূমির বুর্জ খলিফার উচ্চতায় নির্দেশিকা অমান্য হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, বিমানবন্দর সংলগ্ন এলাকার পুজো মণ্ডপগুলিতে লাইট শো করতে হলে বিশেষ অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে পুজো উদ্যোক্তারা সেই অনুমতি নিয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দমকলমন্ত্রীর তরফে এ বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি।

সম্পর্কিত পোস্ট