সীমান্তে নিঁখোজ যুবক, আতঙ্কে পরিজনেরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সীমান্তে রহস্যজনকভাবে যুবক নিখোঁজ। আতঙ্কে দিন কাটছে পরিবারের। পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন। শুরু হয়েছে তল্লাশি। নেতৃত্বে রয়েছেন বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ। ৫দিন কেটে গেলেও যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি বসিরহাট মহকুমা বসিরহাট থানা ৮ নম্বর ওয়ার্ডের  ‍সাইপালা এলাকার ঘটনা।

বছর ২৮এর কৌশিক বসু। পেশায় ব্যবসায়ী। গত ১৪ ই জুন সোমবার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর, বাঁকড়া বিথারি, তেতুলিয়া, কাটিয়াহাট এলাকায় ব্যবসা সংক্রান্ত টাকা আনতে গিয়েছিলেন। তারপর থেকে ওই  ব্যবসায়ী নিখোঁজ। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ। নিখোঁজ যুবকের বাবা- তরুন বসু ও মা রীতা বসু বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সীমান্ত থেকে উদ্ধার বিরল প্রজাতির পায়রা, আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা

ইতিমধ্যে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন বসিরহাট মহকুমার শাসক মৌসম মুখার্জির কাছে গোটা বিষয়টি জানিয়েছে। তারপরই তৎপরতার শুরু হয়েছে তল্লাশি অভিযান।  বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, মহাকুমা আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র ছাড়াও সাইবারক্রাইমের অফিসাররা পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

এমনকি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিখোঁজের রহস্য উদঘাটন করতে চাইছেন। নিখোঁজ কৌশিকের মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ গন্তব্যস্থান কোথায় তা জানার চেষ্টা চালাচ্ছে।নিখোঁজ যুবকের মা রীতাদেবী জানান, পুলিশের উপর সম্পূর্ণ আস্থা আছে তাদের। প্রশাসন সহযোগিতা করছেন সবরকম ভাবে।

তবে সময় যত যাচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে বসু পরিবারের মধ্যে। এর পিছনে কি স্বেচ্ছায় আত্মগোপন, না অন্য কোনো কারণ আছে। পুরো বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত পোস্ট