Mitali Express : অপেক্ষার ৫ দিন, অনলাইনে নয় অফলাইনে মিলবে মিতালী এক্সপ্রেসের টিকিট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঢাকা থেকে সরাসরি দার্জিলিং ও শিলিগুড়ির ট্রেন চালু হতে চলেছে। ১ জুন যাত্রা শুরু করবে ভারত-বাংলাদেশ মিত্রতার মিতালী এক্সপ্রেস ( Mitali Express )। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী অনলাইনে উদ্বোধনের পর নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে এনজেপি থেকে ছাড়বে মিতালী এক্সপ্রেস ( Mitali Express )।

Mitali Express – কোথা থেকে পাওয়া যাবে টিকিটঃ

  • মিতালী এক্সপ্রেসের টিকিট আর পাঁচটা ট্রেনের মতো কোনও মোবাইল অ্যাপ অথবা অনলাইনে মিলবে না।
  • টিকিট পাওয়া যাবে বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর, চট্টগ্রাম, নীলফামারীর চিলাহাটি স্টেশনে।
  • ভারতের টিকিট পাওয়া যাবে কলকাতায় ফেয়ারলি প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশনে।
  • ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালী এক্সপ্রেসের রেলপথে দূরত্ব ৫৯৫ কিলোমিটার।
  • যার মধ্যে মাত্র ৬৯ কিলোমিটার পখ ভারতের।

Mitali Express – কোন কোন দিন পাওয়া যাবেঃ

  • মিতালী এক্সপ্রেস বাংলাদেশের ঢাকা থেকে ছাড়বে সপ্তাহে দুদিন। সোমবার ও বৃহস্পতিবার।
  • উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রবিবার ও বুধবার।
  • নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে,
  • ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে।
  • ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে
  • এনজেপি পৌঁছবে পরের দিন সকাল ৭টা ৫ মিনিটে।

Saokat Molla : কয়লা পাচার কান্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব, আর্থিক লেনদেনে নজর গোয়েন্দাদের

Mitali Express আসন সংখ্যা ও যাত্রাপথঃ

  • ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে।
  • নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী হয়ে নীলফামারীর চিলাহাটি সীমান্ত পার হবে মিতালী।
  • এরপর বাংলাদেশের চিলাহাটি, নীলফামারী, পার্বতীপুর, হিলি, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস ও বঙ্গবন্ধু সেতু পার হয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

Mitali Express -কোচ ও ভাড়াঃ

  • ট্রেনে থাকছে ১০টি এসি কোচ।
  • এর মধ্যে চারটি করে মোট আটটি এসি ফার্স্ট ক্লাস ও এসি চেয়ারকার কোচ থাকবে।
  • বাকি দুটি জেনারেটার ও ব্রেকআপ ভ্যান থাকবে।
  • এসিতে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া ৪৯০৫ টাকা। এসি চেয়ারকারের ভাড়া ৩৮০৫ টাকা।
  • শিশুদের ৫ বছর পর্যন্ত ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
  • ৫ বছরের কম বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ কেজি ওজনের মাল বিনামূল্যে বহন করা যাবে।
  • ২০ কেজির উপরে ও ৩৫ কেজির নিচে মালের ওজন হলে প্রতি কেজিতে বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ ডলার এবং ৩৫ কেজির ওপরে ওজন হলে প্রতি কেজিতে ১০ ডলার অতিরিক্ত ধার্য হবে।
  • আবার প্রাপ্তবয়সের যাত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০-৩৫ কেজি ওজনের মাল বিনামূল্যে বহন করা যাবে।
  • এর বেশি ওজনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত হারে অতিরিক্ত খরচ দিতে হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ এই ট্রেন পরিষেবা উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডের কারণে উদ্বোধন হলেও তা চলাচল করতে পারেনি। ১ জুন এবারই প্রথম যাত্রী পরিবহন করতে যাচ্ছে ট্রেনটি।

সম্পর্কিত পোস্ট