ED-র পাঠানো বেআইনি আর্থিক লেনদেনের চিঠির জবাব দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠিয়েছে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিস পাঠানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ রায়গঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে ওই নোটিস। দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চাওয়া হয়েছে ইডির তরফে।

চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার

শনিবার সেই নোটিসেরই জবাব দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘সংবাদমাধ্যম ইডির নোটিসের ভুল ব্যাখ্যা করেছে। সংবাদমাধ্যম যেভাবে বলেছে যে আমাকে নোটিস ধরানো হয়েছে, তা সত্য নয়। আমার সংস্থাকে নোটিস পাঠিয়েছে ইডি। এবং আমরা সেইমতো জবাব দিয়েছি।’ তাঁর দাবি, বেআইনি অর্থিক লেনদেনের অভিযোগে ইডি ওই নোটিস পাঠালেও তাঁর সংস্থায় কোনওরকম আর্থিক বেনিয়ম হয়নি।

এদিন কৃষ্ণ জানিয়েছেন, ‘আমি নোটিসের জবাব দিয়েছি। ওরা যা যা জানতে চেয়েছিলেন সবটাই জানানো হয়েছে। আমার সংস্থা নানা সময় বিভিন্ন টিভি চ্যানেলকে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু নোটিসে যে দুটি বেসরকারি চ্যানেলকে বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে ওই সময়কালে কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি।’

সম্পর্কিত পোস্ট