Modi Cabinet Expansion 2021: সমবায় মন্ত্রী অমিত শাহ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দফতর বণ্টনেও চমক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার পর স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছিল কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী যারা দীর্ঘদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তাঁরা পদত্যাগ করেছেন।
ফলে সেইসব মন্ত্রকের গুরুদায়িত্ব কার ঘাড়ে বর্তায় তা নিয়ে কৌতুহল ছিল রাজনৈতিক মহলের। কয়েক ঘণ্টার মধ্যেই তা ঠিক করে ফেলা হয়। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় নতুন মন্ত্রক বন্টনের তালিকা।
দিনভর নাটকের পর ইস্তফা প্রত্যাহার সৌমিত্রের, সাফাই কেন্দ্রীয় নেতৃ্ত্বের সম্মান রক্ষার্থেই সিদ্ধান্ত
- বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- সমবায় মন্ত্রী (নয়া অতিরিক্ত মন্ত্রক)- অমিত শাহ (স্বরাষ্ট্রমন্ত্রী)
- স্বাস্থ্য এবং রাসায়নিক সার মন্ত্রী- মনসুখ মাণ্ডব্য
- রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী- অশ্বিনী বাস্নব
- শিক্ষা এবং কারগরি মন্ত্রী- ধর্মেন্দ্র প্রধান
- বস্ত্র, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রী- পীযূষ গোয়েল
- নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী- স্মৃতি ইরানি
- পেট্রোলিয়াম মন্ত্রী- হরদীপ সিং পুরী
- অসামরিক বিমান পরিবহন মন্ত্রী- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
- তথ্য এবং সম্প্রচার, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী- অনুরাগ ঠাকুর
- দুগ্ধ এবং মৎস মন্ত্রী- পুরুষোত্তম রুপালা
- গ্রামোন্নয়ন মন্ত্রী- গিরিরাজ সিং
- খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী- পশুপতি পারস
- শ্রমমন্ত্রী, পরিবেশমন্ত্রী – ভূপেন্দ্র যাদব
- আইনমন্ত্রী- কিরেন রিজিজু
- সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী- জি কিষাণ রেড্ডি
- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (পশ্চিমবঙ্গ)
- শিক্ষা প্রতিমন্ত্রী- সুভাষ সরকার (পশ্চিমবঙ্গ)
- সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা (পশ্চিমবঙ্গ)
- জাহাজ প্রতিমন্ত্রী – শান্তনু ঠাকুর (পশ্চিমবঙ্গ)
যেমন প্রতিরক্ষা, অর্থ বা সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব আগের মতোই সামলাবেন রাজনাথ সিং, নির্মলা সীতারমণ ও নীতীন গড়করি। কৃষি ও বিদেশ মন্ত্রকের দায়িত্বও আগের মন্ত্রীদের হাতেই রাখা হয়েছে।