Modi Cabinet- রদবদলের কাউন্টডাউন শুরু দিল্লিতে, বাংলা থেকে সম্ভাব্য কারা?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রদবদলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দিল্লিতে। আজ বড়সড় জল্পনা শুরু হয়েছে মোদীর মন্ত্রীসভায়। বাংলা থেকে এগিয়ে রয়েছেন তিনজন সাংসদ। তালিকায় রয়েছে, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই মুহুর্তে এই তিনজনেই রয়েছেন দিল্লিতে।

বাংলা থেকে জগন্নাথ সরকার, জন বারলা ও দিনেশ ত্রিবেদীর নাম রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ সংখ্যা ১৮। তাঁদের মধ্যে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী মন্ত্রী। দলের অন্দরে গুঞ্জন, ওঁদের এক জনকে এবার বিদায় নিতে হতে পারে। বদলে এক বা দুটি নতুন মুখ আসতে পারে।

সূত্রের খবর, ২২ জন নতুন মুখের কথা ঘোষণা করা হয়েছে। এই তিনজন ছাড়াও তালিকায় নাম রয়েছে, অসম থেকে সর্বানন্দ সোনোয়াল, মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিহার থেকে সুশীল মোদীর নাম।

Petrol and diesel prices- মহানগরীতে সেঞ্চুরি পেট্রোলের, মধ্যবিত্তের মাথায় হাত

বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৫৩ জন মন্ত্রী রয়েছেন। নিয়ম অনুসারে এই সংখ্যা বেড়ে সর্বোচ্চ ৮১ জন পর্যন্ত হতে পারে। বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বাংলায় পরাজয়ের পর উত্তরপ্রদেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের কথা মাথা রেখে উত্তরপ্রদেশ থেকে নতুন মুখ কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার সম্ভাবনা রয়েছে প্রবল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মতুয়া ভোট ধরে রাখতে এবং শান্তনু ঠাকুরের ক্ষোভ প্রশমনে ব্যস্ত হয়ে উঠেছে কেন্দ্র। তাই ভবিষ্যতেও মতুয়া ভোট যাতে সঙ্গে থাকে, সেই হিসাব কষে মতুয়া মহাসঙ্ঘের অন্যতম মুখ শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় আনা হতে পারে।

সম্পর্কিত পোস্ট