West Bengal Assembly Election 2021ঃ ব্রিগেডে মোদি, উত্তরবঙ্গে মমতা, ক্রমশ বাড়ছে নির্বাচনী পারদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ তারিখ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপুল জনসমর্থন জোগাড় করতে মরিয়া গেরুয়া শিবির। অন্যদিকে সেই দিনেই শিলিগুড়িতে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের আট দফার নির্বাচন। ভোটের নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথমবার রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডের জনসভায় ব্যাপক মানুষের সমাগম করাতে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার।
আরও পড়ুনঃ West Bengal Assembly Election 2021:শুক্রবার তৃণমূলের পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ
ওই দিনই শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দলের তরফে দলনেত্রীর মিছিলের কথা জানানোর পরেই শুরু হয়েছে প্রস্তুতি। শীর্ষ নেতৃত্বের নির্দেশে হবে বৈঠক।
৭ তারিখ ব্রিগেডের জনসভা থেকে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করবেন প্রধানমন্ত্রী। ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায় আরও একটি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রধানমন্ত্রীর কথার কড়া জবাব দেবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে উত্তরবঙ্গের মিছিল থেকেও নরেন্দ্র মোদির প্রশ্নের জবাব দেবেন তিনি।
যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, মোদিজির আক্রমণের জবাব দিদির কাছে নেই। তাই ওই দিন কলকাতা ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি।