Modi-WB’s BJP MP meet :প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ বাংলার বিজেপি সংসদের, কিন্তু কেন…
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে গোটা রাজ্যে এখনও চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে বুধবার বিজেপির সংসদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদীয় বিভাগের ১৭ জন কর্মীদের প্রাতঃরাশ এ নয়া দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর দফতরে হাজির থাকতে হবে।
GTA election :পৃথক রাজ্যের দাবি ছাড়লেন গুরুং, পাহাড়ের বেশিরভাগ দল মমতার প্রস্তাবে রাজি
গত কয়েকদিনে রামপুরহাট গণহত্যা কাণ্ডে ৫ জন বিজেপি বিধায়ক কে সাসপেন্ড করা হয়েছে বিজেপি সূত্রের খবর ,সাসপেন্ড হওয়া কর্মীদের বিষয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন।
গত ২৮শে মার্চ বিধানসভা এক নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিল। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সহ আরো চারজন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো, মনোজ টিগ্গা, শংকর ঘোষ এবং দীপক বর্মা কে বিধানসভা থেকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য্য।এই ঘটনায় বিজেপি দল নেতারা খুব স্বাভাবিকভাবেই রাগে ফুঁসছে। নরেন্দ্র মোদির সঙ্গে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সংসদীয় কর্মীরা নালিশ করবেন বলে শোনা যাচ্ছে।
এছাড়া তৃণমূল সরকারের প্রতি বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগও সংসদীয় কর্মীরা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। সমস্ত আলোচনার তথ্য বৈঠকে পেশ করবেন সুকান্ত মজুমদার, অর্জুন সিং,দিলীপ ঘোষ সঙ্গে লকেট চট্টোপাধ্যায়েরা।
সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “প্রধানমন্ত্রী বাংলার পরিস্থিতি নিয়ে অবগত। তাও তিনি যদি সংসদীয় কর্মীদের থেকে কিছু জানতে চান আমরা অবশ্যই জানাবো।” গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর বাংলার বিজেপি সংসদীয় কর্মীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত তারপর থেকেই তুঙ্গে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন হাজার কঠিন পরিস্থিতিতেও কেন্দ্র রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করবেনা। নয়তো রাজ্যবাসীর দ্বারা সহানুভূতি পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বর্তমানে টিএমসি সরকারকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলেই শোনা যাচ্ছে।