বাড়তি আত্মবিশ্বাস, নাকি তৃণমূলের গড় বলেই কি ভার্চুয়ালে মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গ-ভোটের ষষ্ঠ দফা শেষ হল বৃহস্পতিবার ৷ হাতে আর মাত্র দুই দফা ৷ নির্বাচন হবে ৬৯টি আসনে ৷ যদিও ভোট বাকি ৭১টি আসনে ৷ কিন্তু প্রার্থীদের প্রয়াণের কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট ১৬ মে ৷

আর এই ৬৯টি আসন যে জেলাগুলিতে রয়েছে, তার অধিকাংশই তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ৷ কিছু জায়গায় আবার শক্তিশালী কংগ্রেসও ৷ আর এই আসনগুলির কোনওটিতেই প্রচারে আসছেন না নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে দলের হয়ে নিজের কর্তব্য থেকে কিছুটা হলেও পিছু হঠতে হল তাঁকে ৷

তবে এর মধ্যেও অনেকে নির্বাচনী অঙ্ক খুঁজে পাচ্ছেন ৷ কারও কাছে বিষয়টি ইতিবাচক ৷ তো আবার কেউ কেউ মনে করছেন, এই সিদ্ধান্তকে হাল ছেড়ে দেওয়া বললেও অত্যুক্তি করা হবে না ৷রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে, এখনও পর্যন্ত ছ’টি দফায় সব মিলিয়ে ২২৩টি আসনে নির্বাচন হয়েছে ৷

আর এই ২২৩টির মধ্যে বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনী সংখ্যা জোগাড় করে ফেলেছে বলেই নরেন্দ্র মোদি আর সভা করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না ৷ তাই সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে তিনি নিজের প্রচারের কাজ সেরে ফেলতে চাইছেন ৷

আরও পড়ুনঃ রাজ্যের চাহিদার কথা মাথায় রেখে অন্য রাজ্যকে অক্সিজেন দেওয়া নিয়ে কেন্দ্রকে চিঠি নবান্নের

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য অংশের মতে, যেহেতু সপ্তম ও অষ্টম দফায় নির্বাচন হবে একেবারে তৃণমূলের গড়ে ৷ বীরভূম, কলকাতা এই দু’টি জায়গা তো তৃণমূলের গড় বটেই ৷ তার সঙ্গে পশ্চিম বর্ধমান, মালদা, মুর্শিদাবাদেও তৃণমূলের ভালো প্রভাব রয়ে ছে৷ তার সঙ্গে কংগ্রেসের প্রভাব রয়েছে মালদা ও মুর্শিদাবাদে ৷

তবে উত্তর দিনাজপুর, মালদার কিছুটা অংশ ও পশ্চিম বর্ধমান বিজেপিও বেশ শক্তিশালী ৷ কিন্তু বাকিদের থেকে কিছুটা হলেও পিছিয়ে ৷ এবার বিধানসভা ভোটে সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না আঁচ করেই নরেন্দ্র মোদির সভাগুলি সরিয়ে নিল বিজেপি ৷

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের এই দুই অংশের কোনও বক্তব্যকেই সমর্থন করছেন না প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় ৷ তিনি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনীতি খুঁজতে চান না ৷ বরং তাঁর বক্তব্য়, ‘‘সারা দেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জন্য তিনি (মোদি) সভা বন্ধ করে রেখেছেন ৷ তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন ৷’’

সম্পর্কিত পোস্ট