বঙ্গযুদ্ধে প্রার্থী বাছাই নিয়ে দিল্লির সদর দফতরে বৈঠক, থাকছেন মোদী-শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজই চাটার্ড বিমানে দিল্লী যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। বঙ্গযুদ্ধে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বিজেপির সদর দফতরে বৈঠকে বসতে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার বিজেপির বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিএল সন্তোষ, শিবপ্রকাশ, কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়।

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় চলছে বৈঠক। আজ হেস্টিংসে জিতেন্দ্র তিওয়ারীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বাবুল সুুপ্রিয় সহ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সেখানেই দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই সবুজ সঙ্কেত মিললে তবেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

করোনা সংক্রান্ত দস্তাবেজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে সিইও দফতরে নালিশ ফিরহাদের

৪ মার্চ বা ৫ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে আভাস দেন দিলীপ ঘোষ। তৃণমূল ছেড়ে সদ্য যারা বিজেপিতে নাম লিখিয়েছেন তারাও যে টিকিট পেতে পারেন এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন রাজ্য সভাপতি। একই সঙ্গে তিনি জানিয়েছেন আবার টিকিট নাও পেতে পারেন দলবদল করে আসা সব বিধায়ক।

বঙ্গ বিজেপি সূত্রের খবর সোমবার রাতে এক দফা বৈঠক হয়েছে কলকাতায়। মঙ্গলবার রাতেও আরো আরেক দফা বৈঠক হয়েছে। বুধবারের পরে বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তর দিল্লিতে রাজ্য নেতৃত্ব ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।

বিজেপির অন্দরমহল সূত্রে, ইতিমধ্যেই জানা গিয়েছে তারকা প্রার্থী ছাড়াও ক্রীড়াজগতের অনেক ব্যক্তিত্বই এবার টিকিট পেতে পারেন। একইসঙ্গে যে সমস্ত জায়গা থেকে এক একসঙ্গে অনেক জনের নাম গেছে সেইসব কেন্দ্রগুলিতে ঝাড়াই-বাছাই ও করা হতে পারে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে।

এবারের পশ্চিমবঙ্গ নির্বাচন যে বিজেপির কাছে পাখির চোখ সেটা বলার কোন অপেক্ষা রাখেনা। তাই প্রথম থেকেই প্রার্থী বাছাই সহ নির্বাচনী প্রচার কোন কিছুতেই ঝুঁকি নিতে চাইছে না গেরুয়া শিবির।

ইতিমধ্যেই রাজ্য বিজেপি তরফে দলত্যাগী সমস্ত নেতা বিধায়কদের স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলই শেষ কথা বলবে। এ ক্ষেত্রে প্রাধান্য পাবেন না অনুগামীরা।

বিশিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে অমিত শাহের একটি বিশেষ টিম গোটা বাংলা জুড়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কাজ করছে। যাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

 

সম্পর্কিত পোস্ট