করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী, ‘ট্রু-লিডার’ টুইট দীনেশ ত্রিবেদির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার ১মার্চ থেকে শুরু হলো দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। প্রথম দফায় করোনার টিকা পেয়েছেন প্রথম সারির করোনা যোদ্ধা, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। সোমবারই দ্বিতীয় দফায় টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন সকাল সকাল দিল্লির এইমসে পৌঁছে গিয়েছিলেন তিনি। কেরল এবং পুদুচেরির ২ নার্সের তত্ত্বাবধানেই টিকা নিলেন তিনি।

টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী নিজের টুইট করে জানান “এইমসে প্রথম টিকা নিলাম। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের চিকিৎসক বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় দফায় যাদের ভ্যাকসিন নেওয়ার কথা তারা অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করুন। সবাই মিলে ভারতকে করোনা মুক্ত গড়ে তোলাটাই এখন মূল উদ্দেশ্য।”

টিকাকরণের সময় থাকা নার্স কেরলের বাসিন্দা রোসম্মা অনিল জানান, টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন তাদের ঘরবাড়ি সম্পর্কে। একইসঙ্গে তিনি জানান প্রধানমন্ত্রী টিকা নেওয়ার পর একটু অপ্রস্তুত বোধ করেননি।ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে তাদের।

ভ্যাকসিন সেন্টারের দায়িত্বে থাকা সিস্টার পি নিবেদা জানান, “আচমকাই আজ সকালে ডেকে পাঠানো হয়। তখনই জানতে পারি প্রধানমন্ত্রী আসছেন। ২৮ দিন পর  ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে। ওনার সঙ্গে কথা বলে আমরা বেশ খুশি।”

সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বিজেপি, টিকিট নাও পেতে পারেন বৈশালী-প্রবীর-রথীন !

উল্লেখ্য এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর টিকা গ্রহণের খবর সামনে আসতেই প্রধানমন্ত্রীকে ‘ট্রু-লিডার’ সম্মোধন করে টুইট করলেন দীনেশ ত্রিবেদী। টুইট করে তিনি লেখেন “যিনি সামনে থেকে লড়াই করেন, তিনি সত্যিকারের নেতা। এটাই আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস।”

দীনেশ ত্রিবেদীর এহেন টুইটের পর নতুন করে আবার তাঁর বিজেপি যোগের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠল।

তৃতীয় দফার টিকাকরণ সম্পন্ন হওয়ার আগেই ভ্যাকসিন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নিজেই ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে আশ্বাস দিলেন টিকা সম্পূর্ণ সুরক্ষিত।

একইসঙ্গে যারা সংশয় প্রকাশ করছিলেন তৃতীয় ট্রায়াল সম্পন্ন হওয়ার আগেই অনুমোদন পাওয়ায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। মনে করা হচ্ছে তারা এবার দ্বিধা দূর করে টিকা নিতে এগিয়ে আসবেন।

সম্পর্কিত পোস্ট