নির্ধারিত সময়ের আগেই রবিবার আন্দামানে প্রবেশ করছে বর্ষা, তবে বাড়বে অস্বস্তির গরম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামিকাল রবিবার বর্ষা ঢুকছে আন্দামান সাগরে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই আগাম বর্ষার পূর্বাভাস আবহাওয়া দফতরের।আজ সকাল থেকেই আকাশ মেঘলা। তবে রোদের আধিক্য দেখা দিতেই আরও বাড়বে গরম। এমনটাই পূর্বাভাস।

রাজ্যে আজও বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে মৌসুমী বায়ু পৌছে যাওয়ার অনুকূল পরিস্থিতি। বর্ষার আগাম আগমনের পূর্বাভাস কেরলে। ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের দিন পনেরোর মধ্যে বঙ্গে প্রবেশ বর্ষার।

SSC কেলেঙ্কারিতে অভিযুক্তরা না হয় শাস্তি পাবে, কিন্তু বঞ্চিত যোগ্যদের ভবিষ্যৎ কী?

হিসেব মতো দেশে বর্ষার আসতে কয়েকদিন দেরি আছে। এই তো মে-র মাঝামাঝি। কিন্তু আবহাওয়াবিদরা বলেছে অন্য কথা। হাওয়া অফিস সূত্রে খবর, এবছর কিছুটা আগেই দেশে প্রবেশ করবে বর্ষা। ২২ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে প্রবেশ করে। যা এই বছর আসছে কিছুটা আগেই।

পরিস্থিতি অনুকূল থাকায় ১৫ মে রবিবারই আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে অশনির প্রভাবেই কি তবে আগাম বর্ষা? হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে আজও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। মেঘলা থাকবে কলকাতার আকাশ। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। ফের অস্বস্তির গরম বাড়বে

সম্পর্কিত পোস্ট