আজ থেকে শুরু বাদল অধিবেশন, বিরোধীদের কোণঠাসা করতে একাধিক ইস্যুতে সরব হবে তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। বেলা ১১ টা থেকে শুরু হবে বাদল অধিবেশন। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। আজ কেন্দ্রের ৩০ টি বিল অধিবেশনে পাস করানোর পরিকল্পনা রয়েছে।

অতিমারির দ্বিতীয় ঢেউতে জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষক আন্দোলন সহ একগুচ্ছ ইস্যুতে সরব হতে পারে শাসক শিবির। কেন্দ্রের মোদী সরকারকে কোণঠাসা করতে আগেই প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূলের সাংসদরা। রীতিমতো সাইকেল চালিয়ে প্রবেশ করেন তারা।

প্রথম মেনে অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিজেপির রাজনাথ সিং ও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও’ব্রায়েন এবং কংগ্রেসের অধীর চৌধুরী এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সর্বদল বৈঠক উপস্থিত ছিলেন।

করোনার তৃতীয় কেউ রুখতে কি কি ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার? কেমন রয়েছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা? ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়িয়ে? এই সমস্ত কিছু নিয়ে সংসদে সরব হতে চলেছে তৃণমূল। এছাড়াও তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ এবং রাজ্যের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়ে আপত্তি।

রবিবার সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাদল অধিবেশনে ৩০ টি বিল পাস করানোর কথা এদিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিতর্ক সবসময় গঠনমূলক হওয়া উচিত। সংসদীয় রীতি-নীতি মেনে যেকোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার।

এদিন অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গঠনমূলক আলোচনার জন্য সবসময় আমরা প্রস্তুত। কোভিড বিধি মেনেই অধিবেশন চলবে।” তিনি দেশবাসীকেও এদিন কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন।

সম্পর্কিত পোস্ট