ব্রিটেনে করোনার আরও এক নতুন স্ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্রিটেনে ধরা পড়ল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। বুধবার ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ মিলেছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের তরফে গত সপ্তাহেই জানানো হয়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়েছে। একইসঙ্গে জানানো হয়েছে মারণ করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়েছে। ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের দুটি সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। দুইজনেই বেশ কয়েক সপ্তাহ আগে সাউথ আফ্রিকা থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে।

এমনিতেই করোনার নতুন স্ট্রেন মেলায় আশঙ্কা দেখা দিয়েছে ব্রিটেনে। যা আগের তুলনায় ৭০ শতাংশ বেশী সংক্রামক। নতুন করে আফ্রিকান স্ট্রেন ধরা পড়ায় আতঙ্ক বেড়েছে।  নতুন স্ট্রেনের সংক্রমণের ক্ষমতা আগের থেকে বেশী বলে জানিয়েছেন ব্রিটেন স্বাস্থ্যসচিব।

গত ১৫ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে আসা যেসমস্ত মানুষের দেহে নতুন ভাইরাসের দেখা মিলেছে অথবা যারা ওই ব্যাক্তিদের কাছাকাছি এসেছেন তাঁদের কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দিয়েছে সরকার। দক্ষিণ আফ্রিকা থেকে সমস্ত যাত্রীদের ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন, বরিস জনসনের ভারত সফরে অনিশ্চয়তা

ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার আশেপাশের সমস্ত দেশগুলিতে ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেনের দেখা মিলেছেন। গবেষকরা জানিয়েছেন, ব্রিটেনে যে নতুন করোনা ভাইরাসের স্ট্রেনের দেখা মিলেছে তা দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের থেকে একেবারে আলাদা। দুই ভাইরাসের ভিন্ন মিউটেশন রয়েছে বলে জানা গিয়েছে।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ব্রিটেনে নতুন করোনা ভাইরাসের স্ট্রেন নিয়ে গবেষণা চলছে। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার নতুন ভাইরাস আগের তুলনায় বেশী সংক্রামক বলে জানা গিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার নতুন ভাইরাস নিয়ে গবেষণা চলছে বলা জানিয়েছেন গবেষকরা। যদিও দক্ষিণ আফ্রিকান করোনা ভাইরাস থেকে করোনা ভ্যাক্সিনের মাধ্যমে মুক্তি মিলতে পারে।

.ব্রিটেন থেকে আসা ২২ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এর মধ্যে ১১ জন দিল্লির, ৮ জন অমৃতসরের, দুইজন কলকাতা এবং একজন চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা অবধি বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। আগামী ৩১ ডিসেম্বর অবধি ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট