ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার। বিশ্বের মধ্যে এই প্রথম কোনও দেশে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করল। দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছিল ৯ দিন আগেই। এবার সেই সংখ্যা ৪ লক্ষ পার করায় উদ্বেগ বেড়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,০১,৯৯৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,৯১,৬৪,৯৬৯ জন। করোনার কবলে দেশে প্রাণ হারিয়েছেন ২,১১,৮৫৩ জন। এই মুহুর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩২,৬৮,৭১০ জন।

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৯১৯ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৭,১৯৯। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৮,২৯৬। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪,৩৭২ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৭,০৪৭ জন। পশ্চিমবঙ্গে ১৭,৪১১ আক্রান্ত হয়েছেন একদিনে।

আরও পড়ুনঃ আগে যারা টিকা নিয়েছেন তাদের টিকাকরণে অগ্রাধিকার দিতে চাইছে সরকার

করোনার রাশ টানতে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ১৮ বছরের উর্ধ্বে শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল , রাজস্থান, মধ্যপ্রদেশের রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তাঁদের রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা নিয়ন্ত্রণে রাজ্য গুলির সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, ভারতের করোনা পরিস্থিতির জেরে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। যারা ভারতে রয়েছেন, তাঁদেরকে দ্রুত ফিরে যাওয়ার পরামর্শ ওই দেশের সরকারের।

 

সম্পর্কিত পোস্ট