২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজারের বেশী, প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪০,৪২৫ জন। যা এখনও অবধি সর্বাধিক বলে মনে করা হচ্ছে। মৃত ৬৮১।
এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২,১৮, ০৪৩ জন। মৃত ২৭, ৪৯৭। গোটা বিশ্বের মধ্যে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। সুস্থ হয়েছেন ৭,০০,০৮৭ জন। সরকারী রিপোর্ট অনুযায়ী সুস্থতার হার ৬২.৬১ শতাংশ।
দেশের মধ্যে সর্বাধিক কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা মহারাষ্ট্র -এ। মহারাষ্ট্রে রবিবার কোভিড আক্রান্ত হয়েছেন ৯,৫১৮ জন। যার মধ্যে মুম্বই এবং পুনে শহরে আক্রান্তের সংখ্যা হাজারের অধিক। এই মুহুর্তে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,১০,৪৫৫।
তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ৪,৯৭৯ জন। যার মধ্যে শুধুমাত্র চেন্নাইতে আক্রান্ত হয়েছে ১২০০ জন। সব মিলিয়ে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৭০ হাজার।
মাত্রাতিরিক্ত বিল নিয়ে সিইএসসিকে নোটিশ ধরাতে পারে ক্রেতা সুরক্ষা দফতর
উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৪৯, ৬৫০ জন। বন্যাবিধ্বস্ত অসমে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১০১৮ জন। গোটা অসমে কোভিড আক্রান্তের সংখ্যা ২৩,৯৯৯।
কর্ণাটকে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১২০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৩,৭৭২। কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮২১ জন। যার মধ্যে আক্রান্ত হয়েছেন ১৩ জন স্বাস্থ্যকর্মী।
করোনা এবং বন্যাবিধ্বস্ত অবস্থার সঙ্গে লড়াই করতে বিহার, অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গোটা বিশ্বে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২১.৪৪ কোটি। মৃতের সংখ্যা ৬.০৫ লক্ষ।