দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পার। নতুন করে রেকর্ড গড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫২,৯৯১ জন। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৩,১৩,১৬৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,৮১২ জন। মোট মৃতের সংখ্যা ১,৯৫,১২৩ জন। করোনা মোকাবিলায় সুস্থ হয়েছেন ২,১৯,২৭২ জন।

এই নিয়ে টানা পাঁচ দিন ধরে করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ পার করল। ৭২ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ। করোনা মোকাবিলায় এবার ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬,১৯১ জন। কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৮,৪৬৯ জন। কর্ণাটকে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪,৮০৪ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫,৩১১ জন। তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৫৯ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২,৯৩৩ জন।

করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে ইউরোপিয়ান দেশগুলি। জীবনদায়ী ওষুধ, অক্সিজেন এবং ভেন্টিলেটর দিয়ে সাহায্য করছে একাধিক দেশ।

রবিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন পিএম কেয়ার ফান্ডের টাকায় দেশজুড়ে ৫৫১ টি অক্সিজেন প্ল্যান্ট গঠন করা হবে। যা অক্সিজেনের চাহিদা মেটাবে বলে মনে করা হবে। করোনার সংক্রমণের রাশ টানতে লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

সম্পর্কিত পোস্ট