ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে হাজির Motorola

প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এল Motorola । এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোট ডিসপ্লে । 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্যে আসছিল একের পর এক টিজার । আবশেষে প্রতীক্ষার অবসান । ভারতের বাজারে লঞ্চ হল Motorola Razr ।

যদিও বেশ কয়েক বছর আগে অবধি Moto Flip, Moto Razr গ্যাজেটপ্রেমীদের মন জিতেছিল ।

সেই একই নামে কিন্তু আরো অত্যাধুনিক প্রযুক্তিসহ কাম ব্যাক করল Motorola ।

প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এল Motorola । এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোট ডিসপ্লে । 

যেখানে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।

Motorola-র ফোল্ডেবেল স্মার্টফোন,স্পেসিফিকেশন

  • ডিসপ্লে- 6.2 inches Foldable P-OLED capacitive touchscreen
  • রেজোলিউশন – 876 x 2142 pixels (~373 ppi density)
  • সেকেন্ডারি ডিসপ্লে- econd external G-OLED display, 600 x 800 pixels, 2.7 inches
  • অপারেটিং সিস্টেম- Android 9.0 (Pie)
  • মোবাইল প্রসেসর- Qualcomm SDM710 Snapdragon 710 (10 nm)

আরও পড়ুন : মিড রেঞ্জে ফের Xiaomi ম্যাজিক

  • মোবাইল গ্রাফিক্স- Adreno 616
  • ইন্টারনাল- 128GB 6GB RAM
  • ওয়াইফাই- Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
  • ব্লুটুথ- 5.0, A2DP, LE
  • জিপিএস- Yes, with A-GPS, GLONASS, LTEPP, SUPL
  • ইউএসবি- 3.0, Type-C 1.0 reversible connector
  • ব্যাটারি- Non-removable Li-Po 2510 mAh battery
  • ফাস্ট চার্জিং- Fast charging 15W

Motorola-র ফোল্ডেবেল স্মার্টফোন,ক্যামেরা স্পেসিফিকেশন

ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা । প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে । 

আরও পড়ুন : বিশ্ব বাজারে মুক্তি পেতে চলেছে Mi 10 সিরিজ

যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা । 2nd এপ্রিল থেকে ভারতের বাজারে ফোনটির বিক্রি শুরু হবে।

সম্পর্কিত পোস্ট