রাজ্যসভার সদস্য হতে চলেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম নুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর কথামতোই অবশেষে রাজ্যসভার সদস্য হতে চলেছেন মালদার জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। বেশ কিছুদিন ধরেই মৌসুম নূরকে যে রাজ্যসভায় পাঠানো হবে তা নিয়ে জল্পনা চলছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে।

যদিও এব্যাপারে অনেক আগেই কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার কথার মতোই এবার মৌসুম নূর রাজ্যসভার সাংসদ হয়ে বাংলার জন্য কাজ করতে পারবেন। রবিবার মালদার স্টেশন রোড এলাকার তৃণমূল কার্যালয়ে নূর মেনশনে খবর পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেঁটে পড়েন দলের জেলার নেতাকর্মীরা ।

এদিন বিকেলে তৃণমূলের জেলা কার্যালয় নূর মেনশন ভবনে জেলা সভানেত্রী মৌসুম নূরকে মিষ্টিমুখ করিয়ে মালা পরানো দলের নেতাকর্মীরা। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তকে।

তৃণমূলের জেলা সভাপতি মৌসুম নূর বলেন, গতবছর লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী হয়ে আমি জয়ী হতে পারিনি। এটা আমার কাছে খুব আঘাত লেগেছিল।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আমি মানুষের জন্য কাজ করে চলেছি। তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে রাজ্যসভায় পাঠানো হবে। সাংসদ করার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রেখেছেন‌। আমার নাম ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীকে যতবারই ধন্যবাদ জানাই না কেন, সেটা কম হবে। কাজের মাধ্যমেই আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।

মৌসুম নূর আরও বলেন, এতদিন তো শুধু মালদার জন্যই কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু রাজ্যসভায় গিয়ে গোটা বাংলার জন্যই কাজ করার সুযোগ পাবো। গঙ্গাভবন থেকে বিভিন্ন এলাকায় ট্রেনের স্টপেজ এবং এনআরসি, সিএএ’র প্রতিবাদ নিয়ে আন্দোলনে নামার আরও বড় সুযোগ পাবো। দল এবং মুখ্যমন্ত্রী আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব মেনে সাধারণ মানুষের স্বার্থের জন্যই কাজ করে যাব।

সম্পর্কিত পোস্ট