মমতার ছোঁয়ায় সরগরম দিল্লি, মুকুল সাক্ষাতে সুনীল মন্ডল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ১৮১ সাউথ এভিনিউতে হাজির হন তিনি। তারপরেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে সুনীল মন্ডলের সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ডিসেম্বরের শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল নির্বাচন পরবর্তী কালীন রাজ্য সরকারকে কড়া ভাষায় একাধিকবার আক্রমণ করতে দেখা গিয়েছে তাকে কিন্তু বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক পরাজয়ের পর ছন্দপতন ঘটে। এরপর মুকুল রায়ের পর বেসুরো সুর যেন আরও প্রকট হয়ে পড়ে সুনীল মন্ডলের গলায়।
একদিকে রাজ্যে যখন মুকুল রায় তৃণমূলে যাওয়ার পর শুভেন্দু অধিকারী দলত্যাগবিরোধী আইন লাগু করতে উঠে পড়ে লেগেছেন তখনই দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন ইস্যু করে সরব হয়েছে তৃণমূলও।
হেস্টিংসে হাতাহাতি ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘সৌমিত্র ঘনিষ্ঠ’ রাজু সরকারের
দলত্যাগী সুনীল মন্ডলের সাংসদ পদ খারিজের দাবি তুলে সরব হয়েছে তৃণমূল। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনের যাঁতাকলে পড়ে যাতে সাংসদ পদ খোয়াতে নাহয় সেজন্যই হয়তো আগেভাগে তৃণমূল শিবিরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে পা রাখতেই বদলাতে শুরু করল রাজনৈতিক সমীকরণ ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র।